ডুমুরিয়ায় হোম কোয়ারেন্টাইনে ১১ প্রবাসী ঃ নির্দেশনা মানতে মাইকিং

0
170

ডুমুরিয়া প্রতিনিধি: ডুমুরিয়ায় সদ্য বিদেশ ফেরত ১১ জন প্রবাসী হোম কোয়ারেন্টাইনে রয়েছে। এদের মধ্যে ১জন কুয়েত, ১জন সৌদি আরব এবং বাকিরা ভারত ফেরত বলে জানা গেছে।এদিকে করোনা ভাইরাসের প্রার্দূভাব প্রতিরোধে উপজেলা প্রশাসন,স্বাস্থ্য অধিদপ্তর ও আইন শৃংখলা বাহিনীর পক্ষ থেকে ব্যাপক কর্মসূচী গ্রহন করা হয়েছে। রবিবার থেকে উপজেলার ১৪টি ইউনিয়নে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তি মাইকিংয়ের মাধ্যমে প্রচার প্রচারনা অব্যাহত রয়েছে।ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে মানুষের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে শুধুমাত্র সরকারী কর্মকান্ড ও করোনা ভাইরাস সংক্রান্ত বিষয়ে দাপ্তরিক কর্মকান্ড ব্যতিত সকল ধরনের সমাবেশ,সেমিনার,সামাজিক,রাজনৈতিক ও সাংস্কৃতিক কর্মকান্ড বন্ধ থাকবে।বিকেল ৫টার পর সকল চায়ের দোকান বন্ধ থাকবে এমনকি ওই দোকানে বেঞ্চ,টুল বা টিভি থাকবে না।পরবর্তি নির্দেশ না দেওয়া পর্যন্ত সকল গরুর হাট বন্ধ থাকবে। নিত্যপ্রয়োজনীয় দ্রব্য ক্রয়-বিক্রয়ের ক্ষেত্রে রশিদ প্রদান ও দ্রব্যাদির মূল্য তালিকা দোকানে টাঙ্গাতে হবে। নির্দেশ অমান্য কারীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে।