ডুমুরিয়ায় স্লুইচ গেটের পানিতে ভেসে গেছে অর্ধশত মৎস্য ঘের : লক্ষ টাকার ক্ষতি

0
379

এস রফিক : ডুমুরিয়ায় কতিপয় ব্যক্তি কুলবাড়ীয়া-বরাতিয়া স্ল্ইুচ গেটের কপাট তুলে ভায়নার বিলে পানি তোলায় লক্ষ লক্ষ টাকার মাছ ও সব্জি জাতীয় ফসলের ব্যাপক ক্ষতি হয়েছে। ভেসে গেছে শতাধিক ছোট বড় মৎস্য ঘের। আশু এর প্রতিকার চেয়ে ক্ষতিগ্রস্থ কৃষকরা উপজেলা নির্বাহী অফিসারের দপ্তরে একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।

মঙ্গলবার শতাধিক কৃষক স্বাক্ষরিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার আটলিয়া ইউনিয়নের কুলবাড়ীয়া- বরাতিয়া, ভায়নার বিলসহ কয়েকটি বিলের পানি নিস্কাশন হয় পানি উন্নয়ন বোর্ডের ১৭/২ পোল্ডারে ওয়াপদা ভেড়ী বাঁধের উপর থাকা ৫নং স্লুইচ গেট দিয়ে। এমতবস্থায় গত ৩০ সেপ্টেম্বর স্থানীয় খানজাহান আলী, নজরুল ইসলাম, ইসলাম শেখ, বিল্লাল বিশ্বাস, মতিয়ার রহমানসহ কতিপয় স্বার্থান্বেসী ব্যাক্তি কাউকে না জানিয়ে ভরা জোয়ারের সময় ওই স্লুইচ গেটের কপাট তুলে বিলে পানি প্রবেশ করে।

এতে ভায়না, রাজবাড়ী,কুলবাড়ীয়া বিলে থাকা অর্ধ শতাধিক মৎস্য ঘের ভেসে মাছ বেরিয়ে যায় এবং সব্জি ক্ষেত তলিয়ে লক্ষ লক্ষ টাকার ফসলের ক্ষতি হয়। এ প্রসঙ্গে স্থানীয় ইউপি সদস্য আব্দুল হালিম মুন্না ঘটনার সাথে জড়িত ব্যক্তিদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানিয়ে বলেন, পানি উত্তোলনের ফলে মৎস্য চাষী ও কৃষকদের অপুরনীয় ক্ষতি হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম এ প্রসঙ্গে বলেন,অভিযোগ পেয়েছি,এবিষয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যানকে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহনের নির্দেশ দেয়া হয়েছে।