ডুমুরিয়ায় সরকারি চাল পেলো আরও ২ শত পরিবার

0
316

ডুমুরিয়া প্রতিনিধি:
করোনা ভাইরাস পরিস্থিতি মোকাবেলায় ক্ষতিগ্রস্ত দরিদ্র,অসহায় ক্ষুধার্ত পরিবারকে খাদ্য সহায়তা প্রদান। খুলনার ডুমুরিয়া খর্ণিয়া ইউনিয়নে দুস্থ ও অসহায় ২ শত পরিবারের মাঝে দ্বিতীয় ধাপে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে। সোমবার (৬ এপ্রিল) সকালে খর্ণিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শেখ দিদার হোসেন এর মাধ্যমে ওয়ার্ড মেম্বর ও চৌকিদার দিয়ে বাড়িতে বাড়িতে গিয়ে এই চাল বিতরণ করা হয়। খর্ণিয়া ইউনিয়নের ৯ টি ওয়ার্ডের আরও ২ শত পরিবারের মাঝে ১০ কেজি করে চাল বিতরণ করা হয়েছে বলে জানা যায়।
বিতরণকালে চেয়ারম্যান বলেন, দেশের একটি মানুষও না খেয়ে থাকবে না। দেশে পর্যাপ্ত পরিমাণ খাদ্য মজদ্র রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশের করোনা ভাইরাস পরিস্থিত মোকাবেলায় দুস্থ ও অসহায়, শ্রমজীবি পরিবারের তালিকা তৈরী করে সরকারি ১০ কেজি করে চাল বিতরণ করা হচ্ছে। ভয়াবহ করোনা ভাইরাস মোকাবেলায় সবাইকে সতর্ক থাকতে হবে এবং সকলকে সচেতন হওয়ার আহ্বান জানান তিনি। তিনি আরও বলেন, সরকারের পাশাপাশি বিত্তবানদের এগিয়ে আসতে হবে। করোনা মোকাবেলায় সরকারের ভূমিকা প্রশংসনীয়। এবং এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে তিনি জানান।