ডুমুরিয়ায় শহীদদের স্মরণে স্ম”তিস্তম্ভ ও মঞ্চ উদ্বোধন

0
213

ডুমুরিয়া প্রতিনিধি:
১৯৭১ সালে ২০ মে ডুমুরিয়ার মাগুরখালী ইউনিয়নের ৩৯ জন নারী-পুরুষ চুকনগর বদ্ধভূমিতে সংগঠিত পাক বাহিনীর ন”শংস গণহত্যায় নিহত হন। স্বাধীনতার ৪৯ বছর পেরিয়ে গেলেও আজও নিহতদের স্মরণ রাখেনি কেউ। নিহতদের স্মরণ ও তাদের পরিবারকে পরবর্তী প্রজন্ম যেন স্মরণ রাখে, এ লক্ষে মাগুরখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানার উদ্দ্যোগে ইউপি চত্ত্বরে নির্মান করা হয়েছে শহীদ স্ম”তি স্তম্ভ ও মঞ্চ। এটি ডুমুরিয়ার ইতিহাসে একটি মাইল ফলক। রবিবার সকালে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় আয়োজিত শহীদ স্ম”তি মঞ্চ উদ্বোধনী সভায় সভাপতির স্বাগত বক্তব্যে ইউপি চেয়ারম্যান বিমল ক”ষ্ণ সানা এসব কথা বলেন। সভার শুরুতে আলাদীপুর এলাকার শহীদ কেশব রায়, প্রফুল্ল রায়, কার্ত্তিক রায় মদন রায়, শিবপদ রায়, কৃষ্ণা রায়, দাশী রায়, অভিরাম মন্ডল, নির্মল মন্ডল, শিবনগর এলাকার মোংলা মন্ডল, অনিষ মন্ডল, পশ্চিম পাতিবুনিয়ার বিষ্ণু মন্ডল, পূর্ব পাতিবুনিয়ার ঋষিকান্ত বালা, গাজীনগর এলাকার নিরঞ্জন বালা, কাঞ্চননগর এলাকার অনিল মন্ডল, পার-মাগুরখালী এলাকার জগদীশ গোলদার সহ ৩৯ জন শহীদের নাম খচিত স্ম”তিস্তম্ভের ফলক উন্মোচন করেন প্রধান অতিথি উপজেলা আ’লীগের সাধারন সম্পাদক শাহনেওয়াজ হোসেন জোয়ার্দার ও বরণ্যে অতিথি উপজেলা চেয়ারম্যান এজাজ আহমেদ। এরপর শহীদ পরিবারের পরিচিতি ও ফুলেল শুভে”ছা শেষে পবিত্র কোরান তেলাওয়াত করেন মাওলানা আব্দুস সোহবান এবং গীতাপাঠ করেন মাষ্টার কৃষ্ণপদ মন্ডল। প্রভাষক সুকৃতি কুমার মন্ডল ও সুনীল কুমার মন্ডলের সঞ্চালনায় বক্তব্যদেন আ’লীগ নেতা প্রভাষক সরোজ কুমার রায়, নির্মল কান্তি বিশ্বাস, মুক্তিযোদ্ধা এমএম জিয়াউল ইসলাম, ফারুক আহমেদ, বিমল রায়, অবসর প্রাপ্ত অধ্যক্ষ নিরঞ্জন মল্লিক, প্রভাষক দেবেন্দ্রনাথ রায়, শিক্ষক কুমুদ রঞ্জন মল্লিক, বিধান চন্দ্র মন্ডল, সতীশ চন্দ্র গোলদার, ইউপি সদস্য প্রসাদ কুমার মন্ডল, শহীদ পরিবার সন্তান ভবেন্দ্র নাথ বালা, যুবলীগ নেতা প্রনব কান্তি মন্ডল, উদয় মল্লিক প্রমূখ।