ডুমুরিয়ায় রুগ্ন গরুর মাংস বিক্রির অভিযোগে অর্র্থদন্ড

0
444

ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়ায় ভ্রাম্যমান আদালতে রুগ্ন গরুর মাংস বিক্রির অভিযোগে বিল্লাল গাজী (৪০) নামের এক গরু মালিককে জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম এ রায় প্রদান করেন। আদালত সূত্রে জানা যায়,উপজেলার শাহপুর গ্রামস্থ মৃত রুহুল গাজীর ছেলে বিল্লাল গাজীরএকটি এঁড়ে গরু হঠ্যাৎ অসুস্থ হয়ে পড়লে রবিবার দিবাগত রাতে তিনি ওই গরুটি জবাই করে মাংস বরফজাত করে পরদিন সকালে তা বিক্রির জন্য প্রস্তÍতি নেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে সমুদয় মাংস জব্দ ও গরুর মালিক বিল্লাল কে আটক করে। পরে উপজেলা নির্বাহী অফিসে হাজির করলে গরুর মালিককে ১০ হাজার টাকা জরিমানা ও জব্দকৃত ১’শ কেজি মাংস মাটিতে পুঁতে বিনষ্ট করা হয়। এসময় উপস্থিত ছিলেন ভেটেরিনারী সার্জন ডাঃ প্রিযংকর কুুন্ডু ও রঘুনাথপুর পুলিশ ফাঁড়ীর পরিদর্শক মোশারফ হোসেন।