ডুমুরিয়ায় মৎস্য সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত

0
371
????????????????

ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়ায় উপজেলা মৎস্য অধিদপ্তরের উদ্যোগে জাতীয় মৎস্য সপ্তাহের সমাপনী ও পুরষ্কার বিতরনী সভা অনুিষ্ঠত হয়েছে। মঙ্গলবার সকালে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার নাজমুল হাসান খান। স্বাগত বক্তব্যদেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা সরোজ কুমার মিস্ত্রী।

প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এজাজ আহমেদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম ও মহিলা ভাইস চেয়ারম্যান শারমীনা পারভীন রুমা। বক্তব্যদেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. শরিফুল ইসলাম, সমবায় কর্মকর্তা এফএম সেলিম আখতার,যুব উন্নয়ন কর্মকর্তা এসএম কামরুজ্জামান,পল্লী দারিদ্র বিমোচন কর্মকর্তা প্রতাপ চন্দ্র দাশ,সহকারী মৎস্য কর্মকর্তা চিত্ত রঞ্জন পাল,মৎস্য চাষী বাবুল আক্তার, সঞ্জয় বিশ্বাস,কার্ত্তিক চন্দ্র মন্ডল,মোঃ আলাউদ্দিন, মিতা রহমান প্রমূখ। স্বাগত বক্তব্যে মৎস্য কর্মকর্তা সরোজ কুমার মিস্ত্রী ডুমুরিয়ায় মৎস্য চাষে সফলতার বিভিন্ন দিক তুলে ধরেন। সভা শেষে মাছ ও চিংড়ি উৎপাদনে বিশেষ সাফল্য অর্জন করায় ৮ জন চাষী, ৩ জন সম্প্রসারণ কর্মী ও ২টি প্রতিষ্ঠানকে পুরষ্কার ও সনদপত্র প্রদান করা হয়।