ডুমুরিয়ায় মৎস্য কেন্দ্রের মানোন্নয়নে জাগরণী চক্রের চেক বিতরন

0
270

ডুমুরিয়া প্রতিনিধি: ডুমুরিয়ায় বে-সরকারী উন্নয়ন সংস্থা জাগরণী চক্র ফাউন্ডেশন’র আয়োজনে মাঠ পর্যায়ে উন্নত পদ্ধতিতে কার্প গলদা মিশ্র চাষ,বাজারজাত করন,উদ্যোক্তাদের আয়বৃদ্ধি ও কর্মসংস্থান সৃষ্টির লক্ষে এক আলোচনা সভা ও মৎস্য সংগ্রহ কেন্দ্রের মান উন্নয়নের খরচ বাবদ চেক বিতরন করা হয়েছে।পল্লী কর্ম সহায়ক ফাউন্ডেশনের আর্থিক সহযোগিতায় গতকাল রবিবার সকালে উপজেলার ঘোনা বাজারে আয়েজিত সভায় সভাপতিত্ব করেন সজল কুমার রায়।সভায় প্রধান অতিথি ছিলেন জাগরণী চক্র ফাউন্ডেশনের দক্ষিণ অঞ্চলের ডেপুটি ডিরেক্টর এএইচ গাজী সালাহ-উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি ছিলেন প্রকল্পের খুলনা জোনের জোনাল ম্যানেজার মোঃ মুরাদ। স্বাগত বক্তব্যদেন উপজেলা শাখার ব্যবস্থাপক ডি এম ইদ্রিস আলী। ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর একেএম তৌহিদুজ্জামানের সঞ্চালনায় বক্তব্যদেন সহকারী ভ্যালুচেইন ফ্যাসিলিটেটর মোঃ জিয়াউর রহমান,লিড ফার্মার সঞ্জয় বৈরাগী,নীপা মন্ডল,রিংকু বালা,তুহিন ঢালী,উত্তম মন্ডল প্রমুখ। সভা শেষে প্রধান অতিথি লিড ফার্মার বনিতা মন্ডলের হাতে কেন্দ্রের মান উন্নয়নের খরচ বাবদ ১ লক্ষ ২০ হাজার টাকার চেক তুলে দেন।