ডুমুরিয়ায় মাহেন্দ্র উল্টে ৫ যাত্রী আহত

0
435

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের ডুমুরিয়ায় মাহেন্দ্র উল্টে মহিলাসহ ৫ যাত্রী আহত হয়েছে। তাদেরকে ডুমুরিয়া হাসপাতালে ভর্তি করা হয়েছে। ১২ নভেম্বর রবিবার সন্ধ্যায় এই ঘটনা ঘটে।

উদ্ধারকর্মী ও আহতদের সুত্রে জানা যায়, খুলনা নগরীর গল্লামারী থেকে চুকনগরে উদ্দেশ্যে ছেড়ে আসা যাত্রীবাহি মাহেন্দ্রটি বেপোরোয়া গতিতে চালিয়ে আসছিল। মাহেন্দ্রটি ডুমুরিয়ার গুটুদিয়া তেল পাম্প পর্যন্ত পৌঁছালে সেখানে নিয়োন্ত্রন হারিয়ে রাস্তার উপরে উল্টে পড়ে।

এতে যাত্রী মনিরামপুর ফকিররাস্তা এলাকার তরিকুল ইসলাম(৩৬), কেশবপুর উপজেলার ভেটচী গ্রামের মমিন শেখ(৬০), ডুমুরিয়ার কেকেকেবি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক আব্দুল্লাহ আল মামুন(৩২) ও তার মা রহিমা বেগম(৬৫) এবং ভান্ডারপাড়া মাদ্রাসার ছাত্র তরিকুল ইসলাম(৯) আহত হয়।

তাদেরকে ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার করে ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে ভর্তি করে। এদিকে অজ্ঞাত ওই মাহেন্দ্র চালক স্থানীয়দের সহায়তা নিয়ে তড়িগড়িভাবে মাহেন্দ্রটি উঠিয়ে পালিয়েছে বলে জানাগেছে।