ডুমুরিয়ায় মরা গরুর মাংস বিক্রির অপরাধে ১০ হাজার টাকা জরিমানা

0
401

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি, খুলনাটাইমস:
মরা গরুর মাংস বিক্রির অপরাধে জামির সরদার (৪৬) নামে এক কসাইকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। রবিবার দুপুরে ডুমুরিয়া উপজেলার থুকড়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও আদালত সুত্রে জানা যায়, থুকড়া বাজার এলাকায় জহুরুল ইসলামের একটি বেদেশী জাতের গর্ভবতি বকনা গরু রবিবার দুপুরে নিউমোনিয়া জনিত রোগে আক্রান্ত হয়ে মারা যায়। পরবর্তিতে ওই মৃত গরু কসাই জামির তার বাড়িতে এনে জবাই করে মাংস দৌলতপুর বাজারের তুইন ব্যাপারীর কাছে পাইকারি ২৪ হাজার টাকায় বিক্রি করে। গরুর মালিক জহুরুল ইসলাম ঘটনার প্রসঙ্গে বলেন, ‘মৃত গরুটির চামড়া ছুলে নিয়ে বাকি সব মাটিতে পুঁতে ফেলবে বলে আমাদের কাছ থেকে গরুটি নিয়ে যায়। পরে শুনেছি সে নাকি ওই মৃত গরুর মাংস বাজারে বিক্রি করেছে।’ খবর পেয়ে রবিবার রাত ৮টার দিকে রঘুনাথপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইন্সপেক্টর মোশাররফ হোসেন সংগীয় ফোর্স নিয়ে থুকড়া বাজারে অভিযান চালিয়ে কসাই জামিরকে আটক করে। সোমবার সকালে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশেক হাসানের কার্যালয় কসাইকে হাজির করা হলে তিনি (নির্বাহী ম্যাজিষ্ট্রেট) পশু জবাই মাংসের মান নিয়ন্ত্রন আইন ২০১১ এর ৩,২৩(১)২৪(১) ধারামতে ১০ হাজার টাকা জরিমানা ধার্য করে আদায় করেন। উল্লেখ্য, জামির সরদার দীর্ঘদিন যাবত বিভিন্ন এলাকা থেকে মরা গরু চামড়া ছোলার কথা বলে তার বাড়িতে নিয়ে আসে। তার বিরুদ্ধে মরা গরুর মাংস বিক্রির এলাকায় বহু অভিযোগও রয়েছে।#