ডুমুরিয়ায় ব্যাপক-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভির্যের  মধ্যদিয়ে সরস্বতী পূজা উদ্যাপন

0
869

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি, খুলনাটাইমস:  
ব্যাপক-উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভির্যের মধ্যদিয়ে ডুমুরিয়ায় উদ্যাপিত হয়েছে বিদ্যাদেবী শ্রীশ্রী সরস্বতী পূজা। সোমবার সকাল থেকে বেলা দেড় টা পর্যন্ত উপজেলার প্রতিটি স্কুল-কলেজে এবং অধিকাংশ বাসা বাড়িতে বিদ্যাদেবীর পূজা অর্চনায় মগ্ন ছিল হিন্দু ধর্মালম্বীদের অগণিত ভক্ত।
সকাল সাড়ে ১০টায় ডুমুরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় অঙ্গিনায় ছাত্রীরা শ্বেতশুদ্র বসনা জ্ঞানদায়িনী দেবী সরস্বতীর পূজা অর্চনা করে। উলুর ধ্বনি আর ধুপের ধোঁয়ার সঙ্গে পূজা শেষে ভক্তরা পুষ্পাঞ্জলী দিয়ে প্রনাম জানায় বিদ্যাদেবীকে। পুজা শেষে ভক্তদের মাঝে প্রসাদ বিতরণ করা হয়। এছাড়া ব্যাপক আয়োজনে ডুমুরিয়া শহীদ স্মৃতি মহিলা কলেজ, উলা মৈখালী মাধ্যমিক বিদ্যালয়, খর্ণিয়া মাধ্যমিক বিদ্যালয়, মির্জাপুর মাধ্যমিক বিদ্যালয়, গুটুদিয়া এসিজিবি মাধ্যমিক বিদ্যালয়, চেঁচুড়ী কে,বি মাধ্যমিক বিদ্যালয়, গুটুদিয়া মঠ আশ্রম মন্দির ভিত্তির স্কুলসহ প্রায় সকল শিক্ষা প্রতিষ্ঠানে সরস্বতী পুজা অনুষ্ঠিত হয়েছে। এদিকে বান্দা কলেজিয়েট স্কুল ও ডুমুরিয়া এনজিসি এন্ড এনসিকে মাধ্যমিক বিদ্যালয় সরস্বতী পুজা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে অংশ গ্রহন করেন ডুমুরিয়া উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুর।
#