ডুমুরিয়ায় বোরো ধানের বাম্পার ফলন

0
183

নিজস্ব প্রতিবেদক:
ডুমুরিয়া উপজেলায় এ বছর বোরো আবাদের বাম্পার ফলন হয়েছে। উপজেলার ১৪ টি ইউনিয়নের বিলের ধানের আবাদ দেখতে গেলে এমনই দৃশ্য চোখে পড়ে।
সংশ্লিষ্ট দপ্তরে খোঁজ নিলে জানাযায়, অত্র উপজেলাতে মোট আবাদি জমি রয়েছে ৩০ হাজার ৮৬০ হেক্টর। বর্তমান মৌসুমে বিরি ধানের আবাদ হয়েছে ২১ হাজার ৬৬০ হেক্টর জমিতে। ৯ হাজার ২০০ হেক্টর জমিতে চাষ হয়েছে তরমুজ সহ অন্যান্য শাক সবজি। বর্তমান মৌসুমে ধান উৎপাদন হবে ১ লক্ষ ২৯ হাজর ৯৬০ মে.টন। এবছর সবথেকে বেশি চাষ হয়েছে বিরি-২৮, ৮৪, ৬৭, ৫৮ ও বিরি-৮১ জাতের ধান যেটা উচ্ছ ফলনশীল। তথ্য নিলে আরো জানাযায় অত্র উপজেলাতে বাৎসরিক চাউলের চাহিদা ৫৪ হাজার ৯৪৯ মে.টন। বর্তমান বোরো মৌসুমে যে পরিমানে ধান উৎপাদন হবে তা থেকে চাউল হবে ৮৫ হাজার মে. টন। যেটা অত্র উপজেলার বাৎসরিক চাহিদার অনেক বেশি ধান উৎপাদন হবে বর্তমান মৌসুমে। এছাড়াও আগামী আউশ ও আমন মৌসুমে ১৫ হাজার ৮৪৫ হেক্টর জমিতে চাষ হবে। তাই উপজেলার চাহিদার বাহিরে ও দেশের বিভিন্ন অঞ্চলে ধান রপ্তানি করতে পারবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট দপ্তর। পরবর্তীতে ধান উৎপাদনের ব্যাপারে সরেজমিনে কৃষকদের সাথে কথা বললে অধিকাংশ কৃষক বলেন তাদের বিগত কয়েক বছরের তুলনায় এবছর ধানের ফলন ভালো হয়েছে। পাশাপাশি যে কোন ধরনের অসুবিধার জন্য উপজেলা কৃষি অফিসের পক্ষ থেকে সার্বক্ষনিক সহযোগিতা করার কথাও বলেন। তবে উপজেলার নরণিয়া গ্রামের শফিকুল গাজী বলেন ধান ভালো হয়েছে। পাশাপাশি পানির লেয়ার নিচে নেমে যাওয়ায় অন্যান্য বছরের তুলনায় এবছর মেশিন বেশি চালাতে হচ্ছে তাতে খরচ একটু বেশি হচ্ছে। এখন যদি প্রাকৃতিক কোন দূর্যোগ না হয় তাহলে এবছর ধানে তিনি অনেক লাভবান হবে বলে জানান। এব্যাপারে কথা বললে উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ মোঃ মোছাদ্দেক হোসেন বলেন,উপজেলাতে এবছর বোরো আবাদ বৃদ্ধি পেয়েছে ৫৫৫ হেক্টর। চাষীদেরকে আগ্রহ বাড়ানোর জন্য ৮ জাহার কৃষককে প্রণোদনার ২ কেজি করে বীজ সহ সার প্রদান করা হয়। এছাড়াও কৃষকদেরকে দক্ষ করে গড়ে তোলার জন্য ২ হাজার জনকে প্রশিক্ষন দেয়া হয়েছে। ইতি মধ্যে ধান কাটা শুরু হয়ে গেছে। আগামী ১০-১৫ দিন বড় ধরনের প্রাকৃতিক দূর্যোগ না হলে এবছর বাম্পার