ডুমুরিয়ায় বৃষ্টি নিহত মামলার বাদিকে জীবন নাশের হুমকী : থানায় জিডি

0
358

ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়ায় নব-বধু বৃষ্টি নিহতের ঘটনায় আদালতে দায়েরকৃত মামলা তুলে না নেয়ায় মামলার বাদীকে জীবন নাশের হুমকী ও মারপিটের অভিযোগ পাওয়া গেছে। মঙ্গলবার উপজেলার মিকসিমিল পল্লীতে এ ঘটনা ঘটে।এ ঘটনায় মামলার বাদি থানায় একটি সাধারন ডাইরী করেছেন। বাদি আলাউদ্দীন গাজী জানান উপজেলার মিকসিমিল এলাকায় শাজাহান সরদার-স্ত্রী বিলকিস বেগমের একমাত্র মেয়ে বৃষ্টি (১৮) কে একই এলাকার মৃত রফিকুল গাজীর বখাটে ছেলে আকাশ গাজী (২২) ও তার সহযোগী আব্দূল গাজী উত্যক্ত করতে থাকে।উপায়ন্ত না পেয়ে ১ মার্চ-১৮,বৃষিষ্টকে বিয়ে দেয়া হয়।কিন্তু এরপরও রেহাই পেল না বৃষ্টি।বিয়ের মাত্র ৬৮ দিন পর বৃষ্টি বাবার বাড়ীতে বেড়াতে আসলে আকাশ ও তার সহযোগীদের তান্ডবে সে বৃষ্টি বাধ্য হয় আত্মহত্যার পথ বেছে নিতে। এ ঘটনায় বৃষ্টির বখাটে আকাশ,একাধিক মামলার আসামী আব্দুল গাজী ও একই এলাকার তারেক মোল্লাকে আসামী করে আদালতে একটি মামলা দায়ের করা হয়। এরপর মামলার প্রভাবশালী বিবাদীরা মামলা তুলে নিতে তাকে জীবন নাশের হুমকি দিতে থাকে।এ ঘটনায় মঙ্গলবার সকালে থানায় একটি জিডি করে বাড়ীতে গেলে বিকেলে তাকে বেপরোয়া মারপিট করা হয়। তিনি আরো জানান প্রশাসনিক সহেতা না পেলে তার পরিবারকে হয়তো গ্রাম ছাড়তে হবে। আশু প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন পরিবারটি।