ডুমুরিয়ায় বনায়ন সৃজিত বাগানের উপকার ভোগীদের কর্মশালা

0
221

ডুমুরিয়া প্রতিনিধি: ডুমুরিয়ায় বাংলাদেশের পাঁচটি উপকূলীয় জেলায় বনায়ন শীর্ষক প্রকল্পের আওতায় সৃজিত বাগানের উপকার ভোগীদের দু’দিন ব্যাপী কর্মশালার উদ্ভোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সামাজিক বনায়ন কর্মসূচীর আয়োজনে বুধবার সকালে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে আয়োজিত দু’দিন ব্যাপি প্রশিক্ষন কর্মশালায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) সঞ্জিব দাস। সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান গাজী এজাজ আহম্মেদ। বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, সামাজিক বন বিভাগ খুলনার সহকারি বন সংরক্ষন কর্মকর্তা এস এম সামসুদ্দোহা, খুলনার এসএফএলটিসি’র ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুর রহমান, ডুমুরিয়া প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল লতিফ মোড়ল। স্বাগত বক্তব্যদেন উপজেলা বন কর্মকর্তা ফোরকানুল আলম প্রমুখ। কর্মশালায় বিভিন্ন বনায়ন সমিতির ৯০জন উপকার ভোগী সদস্য অংশ গ্রহন করেন।