ডুমুরিয়ায় প্রয়াত শিক্ষক নির্মল মন্ডলের শ্রদ্ধানুষ্ঠানে মিলন মেলায় পরিণত

0
330

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি, খুলনাটাইমস:
ডুমুরিয়া উপজেলার পল্লীশ্রী মাধ্যমিক বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও প্রধান শিক্ষক প্রয়াত নির্মল কান্তি মন্ডলের স্মৃতিচারণমুলক শ্রদ্ধানুষ্ঠান বৃহস্পতিবার বিকেলে স্কুল মাঠে অনুষ্ঠিত হয়েছে। বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীদের আয়োজনে অবসরপ্রাপ্ত সহকারী প্রধান শিক্ষক রবীন্দ্রনাথ সরকারের সভাপতিত্বে শ্রদ্ধানুষ্ঠানে টেলি কনফারেন্সের মাধ্যমে প্রধান অতিথির বক্তব্য দেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি।
তিনি তার বক্তব্যে বলেন, প্রয়াত প্রধান শিক্ষক নির্মন কান্তি ছিলেন এ প্রত্যন্ত অঞ্চলে শিক্ষার আলো ছড়ানোর জনক। তিনি এ বিদ্যালয়ে প্রতিষ্ঠালগ্ন থেকে অত্যন্ত স্বচ্ছতার সাথে শিক্ষাদান করে গেছেন। প্রভাষক সুশিল কুমার মন্ডল ও বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সাবেক চেয়ারম্যান কার্ত্তিক চন্দ্র মন্ডলের উপস্থাপনায় বক্তব্যদেন যশোর জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ ভবতোষ সরকার, কেশবপুর উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ আইয়ুব আলী, ধান গবেষক ডঃ কৃষ্ণপদ হালদার, ডাঃ বিকাশ মন্ডল, প্রধান শিক্ষক প্রভাষ চন্দ্র সরকার, বনমালি মল্লিক, নারায়ন চন্দ্র বালা, সাবেক অধ্যক্ষ নিরঞ্জন মল্লিক, অধ্যক্ষ সুভাষ চন্দ্র সরদার, প্রয়াত শিক্ষকের কন্য মিনাক্ষী রানি বিশ্বাস, কনিকা রানী, ইতি মন্ডল প্রমুখ। উল্লেখ্য, গত ৭ ফেব্রæয়ারী ভারতের নারায়না হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। তার শ্রদ্ধানুষ্ঠানে নতুন-পুরাতন শিক্ষার্থীদের এক মিলন মেলায় পরিণত হয়।#