ডুমুরিয়ায় প্রধান শিক্ষিকা পিপলু রানীকে বদলীর দাবিতে অভিভাবকদের মানববন্ধন

0
434

ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়ায় ভান্ডারপাড়া আবহসন প্রকল্পের সরকারি প্রথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা পিপলু রানী হালদারকে বদলী ও শাস্তির দাবিতে এক মানববন্ধন পালিত হয়েছে।গতকাল রবিবার সকালে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসের সামনে অভিভাবকদের আয়োজনে এ মানববন্ধন পালিত হয়। এ সময় উপস্থিত অভিভাবকগণ তাদের বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার ও প্রাথমিক শিক্ষা অফিসারকে উদ্দেশ্যে বলেন।
প্রধান শিক্ষক পিপলু রানী হালদার একজন মিথ্যাবাদী, শিশু নির্যাতন, জাতীয় পতাকা ও জাতীয় দিবস অবমাননাকারি। তিনি রাজনৈতীক ছত্রছায়ায় থেকে বিদ্যালয়টিকে নিজ বাসভবনে পরিনত করেছেন। নেই
শিক্ষার কোন পরিবেশ। প্রতিবাদ করলে শিক্ষার্থীদের উপর হামলা ও অভিভাবকদের উপর চালিয়ে আসছেন অসাদাচারন। এ নিয়ে উপজেলা, জেলা পর্যায়ে একাধিক লিখিত অভিযোগ করেও কোন লাভ
হয়নি। এমনকি অদ্যবধি কোন অভিযোগ ও তার তদন্ত আলোর মুখ দেখিনি। তাই বাধ্য হয়েছি রাস্তায় নেমে মানববন্ধন করতে। আশু তার বিরুদ্ধে বদলীসহ শাস্তিমুলক ব্যবস্থা গ্রহন না করলে আমাদের সন্তানরা আর ওই স্কুলে যাবে না। প্রয়োজনে লেখা-পড়া বন্ধ করে দিব। এ সময় বক্তব্যদেন অভিভাবক হাবিবুব রহমান, মহম্মদ আলী গাজী, হাফিজুর রহমান, নুর ইসলাম গাজী, শিলা বেগম, লাকি খাতুন, খাদিজা বেগম, মনজিলা খাতুন, রফিক খান প্রমূখ।