ডুমুরিয়ায় নির্মাণাধীন ভবনের সীমানা নিয়ে হামলায় আহত-৪

0
231

ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়ায় পাশাপাশি নির্মানাধীন বহুতল ভবনের সীমানা নির্ধারনকে কেন্দ্র করে ব্যাপক সংঘর্ষে ৪ জন আহত হয়েছে। আহতরা ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। শনিবার সকালে উপজেলার চুকনগর বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার চুকনগর বাজারস্থ আব্দুল্লাহ মটরস ও মামুন মটরস’র পাশাপাশি উভয় প্রতিষ্ঠানের বহুতল ভবন নির্মাণের কাজ চলছে। মামুন মটরস’র সত্ত¡াধিকারী আল মামুন শেখ অভিযোগ করে বলেন, তার নির্মাণাধীন ভবন লাগুয়া আব্দুল্লাহ মটরস’র সত্ত¡াধিকারী কামরুল ইসলাম লাভলু প্রভাব খাটিয়ে সীমানা প্রাচীর অতিক্রম করে গায়ের জোরে তার জায়গায় প্রবেশ করে। এতে মামুন মটরস’র ভবন নির্মাণ কাজ বন্ধের উপক্রম হয়। বিষয়টি স্থানীয় বাজার কমিটির মাধ্যমে নিরসন হলেও সেটি তোয়াক্কা না করে ঘটনার দিন সকালে পরিকল্পিত ভাবে কামরুল তার লোকজন নিয়ে আবারও কার্যক্রম শুরু করে। এসময় বাঁধা দিতে গেলে লোহার রড, দা, লাঠিসোটা নিয়ে তাদের উপর হামলা চালানো হয়এসময় ধারালো অস্ত্রের আঘাতে মামুন মটরস’র কর্মচারী কামরুল ইসলাম মোড়ল (৩৫) মাথা কেটে রক্তাক্ত জখম, এছাড়া বাবু শেখ (৩৬) ও জোবায়ের আহমেদ (২৫) গুরুতর আহত হয়। অপরদিকে আব্দুল্লাহ মটরস’র আব্দুল্লাহ আল-মামুন (২৪) ফোলা জখম হয়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে। এ রিপোর্ট লেখা পর্যন্ত মামলার প্রস্তÍতি চলছিল।