ডুমুরিয়ায় নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে প্লাটফরম গঠন

0
160

ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়ায় বে-সরকারী উন্নয়ন সংস্থা রুপান্তর’র নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে সামাজিক সংগঠন সমূহকে উদ্বুদ্ধকরন প্রকল্পের আয়োজনে উপজেলা পর্যায়ে প্লাটফরম গঠন করা হয়েছে। নারী নির্যাতন ও বাল্যবিবাহ প্রতিরোধে গতকাল মঙ্গলবার সকালে উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের প্রশিক্ষক ফিরোজা বেগমের সভাপতিত্বে অফিসার্স ক্লাবে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহনাজ বেগম। স্বাগত বক্তব্যদেন প্রকল্প সমন্বয়কারী অসীম আনন্দ দাস। জেলা প্রকল্প সমন্বয়কারী এমএ হালিমের সঞ্চালনায় বক্তব্যদেন মাধ্যমিক শিক্ষা অফিসার সেখ ফিরোজ আহমেদ, প্রকল্প উপজেলা সমন্বয়কারী দীপঙ্কর মন্ডল প্রমূখ। সভা শেষে অধ্যক্ষ রঞ্জন কুমার তরফদার আহবায়ক, বিভা রানী বিশ্বাস সদস্য সচিব, প্রধান শিক্ষক আইউব হোসাইন ও কবিতা রানী বিশ্বাস যুগ্ম-আহবায়ক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। সভায় জনপ্রতিনিধি, সরকারী কর্মকর্তা, নারী নেতৃ, সামাজিক সংগঠন, সামাজিক নেতৃবৃন্দ, মানবাধিকার কর্মী, সাংবাদিক, শিক্ষার্থীসহ ২৬ জন অংশ গ্রহন করেন।