ডুমুরিয়ায় জেলা প্রশাসকের পক্ষে পিপিই ও মাস্ক বিতরণ

0
246

ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সাধারণ রোগীর চিকিৎসা সেবা স্বাভাবিক রাখাতে ডাক্তার, নার্স এবং করোনা ভাইরাস মোকাবেলায় মাঠ পর্যায়ে কর্মরত জনপ্রতিনিধি ও প্রশাসনিক কর্মকর্তাদের মাঝে খুলনা জেলা প্রশাসক মোহাম্মদ হেলাল হোসেন পিপিই ( পার্সোনাল প্রটেক্টিভ ইক্যুপমেন্ট), মাস্ক ও সাবান প্রদান করেছেন। তাঁর পক্ষ থেকে রোববার দুপুরে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ শাহানাজ বেগম নিজ কার্যালয় ও স্বাস্থ্য কমপ্লেক্সে হাজির হয়ে এ পিপিই ও মাস্ক হস্তান্তর করেন।
ডুমুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক ও নার্সরা সাধারণ রোগে আক্রান্তদেরকেও আতঙ্কের মধ্যে দিয়ে চিকিৎসা সেবা করছিলেন। এ ছাড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান এবং প্রশাসনিক কর্মকর্তা করোনা ভাইরাস ঠেকাতে ও সচেতনতা বৃদ্ধিতে মাঠ পর্যায়ে সাধারণ মানুষকে নিয়ে কাজ করছেন। তাদের ব্যক্তিগত স্বাস্থ্য সুরক্ষার কথা বিবেচনা করে জেলা প্রশাসকের পক্ষ থেকে এ পিপিই ও মাক্স বিতরণ করা হয়েছে। পিপিই বিতরণ কালে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান গাজী আব্দুল হালিম, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) সঞ্জিব দাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার মোঃ সুফিয়ান রুস্তম, উপজেলা প্রকৌশলী বিদ্যুৎ কুমার দাস, ইউপি চেয়ারম্যান শেখ আবুল হোসেন ও খান শাকুর উদ্দীন, ডুমুরিয়া উপজেলা প্রেসক্লাবের সাধারন সম্পাদক আব্দুল লতিফ মোড়ল, আ’লীগ নেতা আছফর হোসেন জোয়ার্দার, মেডিকেল অফিসারবৃন্দ।