ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী সাংবাদিক জাহাঙ্গীরের গণসংযোগ

0
296

ডুমুুরিয়া প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ণ প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম দিনব্যাপী নানা কর্মসূচী অব্যাহত রেখেছেন। দীর্ঘ ৬ বছর ধরে অসুস্থ হয়ে বিছানায় শয্যাশায়ী সাজিয়াড়া গ্রামের আলতাফ গোলদার। বুধবার দুপুরে তার চিকিৎসার খোজঁ নিতে যান সাংবাদিক জাহাঙ্গীর। সন্ধ্যায় ডুমুরিয়া হাসপাতালে চিকিৎসাধীন গোলনা গ্রামের জিল্লুর রহমান খানের মেয়ে জুলিয়া খানম, আরাজি ডুমুরিয়া গ্রামের হারুন মীর ও তার স্ত্রী এবং আফছার মীর ও সাজিয়াড়া গ্রামের সুমন ঠাকুরকে দেখতে যান। তিনি তাদের চিকিৎসার খোজঁ খবর নেন ও ডাক্তারদের সাথে পরামর্শ করেন। এদিকে পূর্ব ডুমুরিয়া গ্রামের হামিদুর রহমানের ২৯ দিন বয়সী মাছুম বাচ্চা হুমাইয়ারা গত সোমবার রাতে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। তার মৃত্যুর খবর পেয়েই ছুটে যান সাংবাদিক জাহাঙ্গীর। পরে গাজীপাড়া জামে মসজিদে বেলা ১১ টায় জানাজায় অংশ নেন। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীণ অবস্থায় গত সোমবার রাত দেড়টায় মৃত্যুবরণ করেন ডুমুরিয়া প্রেসক্লাবের সাবেক সদস্য ঢাকায় কর্মরত এস এম শফিকের বোন আছমা বেগম (৪৪)। খবর পেয়ে সেখানে ছুটে যান তিনি। দুপুর ২ টায় আব্দুল লতিফ ট্রাষ্টের মাঠে অনুষ্ঠিত নামাজে জানাজায় অংশ নেন। গত মঙ্গলবার ভোরে মৃত্যুবরণ করেন দক্ষিণ ডুমুরিয়ার সৈয়দ পলাশের আব্বা সৈয়দ নূর ইসলাম (৭৫)। খবর পেয়ে সেখানে ছুটে যান এবং যোহরবাদ নামাজে জানাজায় অংশ নেন। এছাড়া ডুমুরিয়ার বাজারের ব্যবসায়ী আব্দুল হালিম গাজীকে দেখতে যান তিনি। এসময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, আজমত শেখ, রেজাউল শেখ, রবিউল মোল্লা, জাকির মোল্লা, শাইদুল মোড়ল, হারুনুর রশিদ বাবু, মোজাম্মেল হক মোহন, জাফর মোড়ল, নাসির গাজী, বাধণ মন্ডল, জাহাঙ্গীর মোড়ল প্রমুখ।