ডুমুরিয়ায় চেয়ারম্যান প্রার্থী আ’লীগ নেতা জাহাঙ্গীরের গণসংযোগ

0
177

ডুমুরিয়া প্রতিনিধি:
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে ডুমুরিয়া সদর ইউনিয়নে আওয়ামী লীগের মনোনয়ণ প্রত্যাশী উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম জাহাঙ্গীর আলম দিনব্যাপী নানা কর্মসূচী অব্যাহত রেখেছেন। ডুমুরিয়া সদর ইউনিয়নে গত ২৪ ঘন্টায় হাজিডাঙ্গা, উত্তর সাজিয়াড়া (ভ‚লটিয়া) ও মির্জাপুর গ্রামে সনাতন ধর্মালম্বী তিন নর-নারী পরলোক গমন করেছের। মঙ্গলবার ভোর রাতে উত্তর সাজিয়াড়া গ্রামের যিষু বৈরাগী ও সুব্রত বৈরাগীর মা হারানী বৈরাগী (৫৮) মৃত্যুবরণ করেন। ওইদিন ভোরে মৃত্যুবরণ করেন হাজিডাঙ্গা গ্রামের নারায়ণ চন্দ্র রায় (৭৮) ও মির্জাপুর গ্রামের মৃত তারাপদ বৈরাগীর স্ত্রী সবিতা বৈরাগী (৭০)। তিনজনেরই মৃত্যুর খবর পেয়েই প্রত্যেকের বাড়িতে গতকাল মঙ্গলবার ছুটে যান সাংবাদিক জাহাঙ্গীর। তাদের আত্মার শান্তি কামনা করেন ও শোক সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। মির্জাপুর শ্মশান ও ডুমুরিয়া কেন্দ্রীয় শ্মশানে তাদের পৃথক অন্তেষ্টিত্রিয়ায় অংশ নেন তিনি। এদিকে দুপুরে দক্ষিণ ডুমুরিয়া আজাদ জোয়াদ্দারে বোনের বিয়ের বৌভাত অনুষ্ঠানে, বিকেলে আরাজি ডুমুরিয়া গ্রামে মিঠুন দাসের বিয়ের বৌভাত অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথিদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন। সন্ধ্যায় উত্তর সাজিয়াড়া (ভ‚লটিয়া) গ্রামে তুষার ডাক্তারের বাবা উপেন্দ্রনাথ বৈরাগীর শ্রাদ্ধানুষ্ঠানে আগতদের সাথে কুলশ বিনিময় করেন। রাতে সাজিয়াড়া মাদ্রাসায় শততম বার্ষিক ওয়াজ মাফলিলে আগত হাজার হাজার ধর্মপ্রান মুসলমানদের সাথে ছালাম ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময়ে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন হারুনুর রশিদ বাবু, মোল্লা জাকিরুল ইসলাম, মিলন শেখ, সুমন শেখ, পলাশ রায়, বাধঁন মন্ডল, মহির মোড়ল, জাফর সিকদার, কামরুল ইসলাম, আব্দুস সালাম, আইয়ুব হোসেন, খানজাহান হোসেন প্রমুখ।