ডুমুরিয়ায় চুরির হিড়িক, চোরের হাত থেকে রেহাই পাচ্ছেনা পুলিশ

0
162

চুকনগর প্রতিনিধি:
ডুমুরিয়া উপজেলা কয়েকদিনে ৩টি মোটরসাইকেল ১টি ইঞ্জিন ভ্যান ও ৬০ হাজার টাকা চুরি হয়েছে। জানা যায়, বুধবার সকালে ডুমুরিয়া থানার কনস্টেবল আবুল বাশার তার মোটর সাইকেলটি ডুুমুরিয়া টলার ঘাট নামক স্থানে রেখে বারয়ানি বাজারের ভিতরে যায়। কাজ শেষে ফিরে দেখেন তার মোটরসাইকেলটি নাই। অনেক খুঁজাখুঁজি করেও গাড়ির সন্ধান মেলেনি। ওর কিছুক্ষণ আগে একই বাজার থেকে চাল দোকান্দার গোপাল দেবনাথের দোকান থেকে ক্যাশ বাক্স ভেঙ্গে ৬০ হাজার নিয়ে যায়। দোকান্দার বলেন, সকালে দোকান খুলে পাশে গিয়ে ছিলাম। এসে দেখি ক্যাশ বাক্স ভাঙ্গা। ভিতরে রাখা ৬০ হাজার টাকা নেই। এর ২দিন আগে উপজেলার থুকড়া বাজার জামে মসজিদের সামনে থেকে মসজিদের ইমাম’র ১টি মোটরসাইকেল ও থুকড়ার মোজার বিশ্বাস নামে এক ভ্যান ড্রাইভারের ১টি ইঞ্জিন ভ্যান চুরি হয়। সপ্তাহ দুয়েক পূর্বে ডুমুরিয়া উপজেলার চুকনগর বাজার কমিটির সাধারন সম্পাদক ও আটলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের যুগ্ম সাধারন সম্পাদক সরদার ওহিদুল ইসলামের নতুন ১০০ সি সি বাজাজ ডিসকভার মটর সাইকেল চুকনগর হাসানিয়া মাদ্রাসার সামনের সাতক্ষীরা টু খুলনা মহাসড়কের পার্শ্ববর্তী স্হানে রেখে নিকটস্থ মৎস্য ঘেরে যান মৎস্য ঘের থেকে ফিরে দেখেন তার মোটর সাইকেলটি কেবা কারা নিয়ে চলে গেছে। অনেক খোঁজা খুঁজি করেও মোটরসাইকেল টি এখনো পাওয়া যায়নি।
চোর ধরতে প্রশাসন যত তৎপর হচ্ছে, চোর ততোই কৌশল অবলম্বন করে চলেছে। এবিষয়ে ডুুমুরিয়া থানার অফিসার ইনচার্জ ওবাইদুর রহমান বলেন চোর ধরতে প্রশাসন সচেষ্ট রয়েছে এবং অতিদ্রæত সমায়ের মধ্যে চোর ধরা পড়বে।