ডুমুরিয়ায় গৃহবধু রেনুকা হত্যাকারীদের শাস্তির দাবিতে মানববন্ধন

0
483

ডুমুুরিয়া প্রতিনিধি:
ডুুমুরিয়ায় গৃহবধূ রেনুকা বেগম (২৫) আত্মহত্যা নয়,তাকে পরিকল্পীত ভাবে অমানবিক নির্যাতনের মাধ্যমে হত্যা
করা হয়েছে এমনটি দাবী করে হত্যাকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবিতে এক ভিক্ষোভ মিছিল ও মানববন্ধন পালিত হয়েছে। মঙ্গলবার সকালে গ্রামবাসির আয়োজনে হাসানপুর বাজারে এ কর্মসূচী পালিত হয়। এ সময়ে মানববন্ধনে বক্তরা বলেন গত ৭ বছর আগে যশোর রুপদিয়া এলাকার হাসমত আলীর মেয়ে রেনুকা বেগম‘র সাথে হাসানপুর এলাকার মৃত আঃ জব্বার হাওলাদারের ছেলে ফারুকের বিয়ে হয়। বিয়ের পর কিছুু দিন যেতে না যেতে ফারুক পরকিয়া প্রেমে জড়িয়ে পড়ে।এতে বঁাঁধা দিলে স্ত্রী রেনুকার উপর শুরু হয় অমানবিক নির্যাতন। তারই জের ধরে গত ২৪ আগষ্ট রেনুকার হাত বেধে বেপরোয়া মারপিট করে। এরপর মৃত্যুর আশংকা দেখে তার মুুখে বিষ ঢেলে দেয়া হয়। পরে লোক দেখানোর জন্য তাকে খুলনারর একটি প্রাইভেট ক্লিনিকে ভর্তি করা হয় এবং চিকিৎসারত অবস্থায় ৩০ আগষ্ট রাতে তার মৃত্যু হয়। মৃত্যুর পর তড়িঘড়ি ককরে তার দাফন সম্পন্ন করা হয। এটি একটি পরিকল্পিত হত্যা ও হত্যাকারীদের দৃষ্টান্ত মুলক শাস্তির দাবি জানিয়ে বক্তব্যদেন ছাত্রলীগ নেতা ইমরান হোসেন, ইউপি সদস্য শেখ ফারুক হোসেন, সরদার রফিকুল ইসলাম, অবসর প্রাপ্ত শিক্ষক মোঃ রুস্তম আলী, সরদার অহিদুল ইসলাম, বাচ্চু মিয়া,শাহিনুর রহমান প্রমূখ। এ সময় উপস্থিত ছিলেন এলাকার সর্বস্তরের প্রায় ৫ শতাধিক নারী-পুরুষ।