ডুমুরিয়ায় কুরবানি পশুর গোশত বন্টনে ফের অনিয়ম

0
415

ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়ায় এতিমদের জন্য বরাদ্দকৃত রাজকীয় সৌদি সরকারের অনুদানের দুম্বার গোশত বন্টনে আবারো ব্যাপক অনিয়ম ও স্বজন প্রীতির অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বর থেকে এতিমখানা, মাদ্রাসা, হাসপাতাল, থানাসহ ৩৭টি প্রতিষ্ঠানের নামে উপজেলা ত্রাণ অফিসের মাধ্যমে ৮৫ কার্টুন কুরবানির পশু’র গোশত বন্টন করা হয়।
প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্ট দপ্তর সুত্রে জানা যায়, বাংলাদেশের এতিমদের জন্য প্রতিবছর কুরবানি পশুর গোশত অনুদান দেয় সৌদি সরকার। যাহা ত্রান দপ্তরের মাধ্যমে বন্টন হয়। কিন্তু ডুমুরিয়া ত্রাণ দপ্তরের কর্মকর্তাদের দায়িত্ব অবহেলা ও স্বজন প্রীতির কারণে এবার থানা পুলিশ থেকে শুরু করে ধনীদের মধ্যেও বিতরণ করা হয়েছে এতিমদের জন্য বরাদ্দকৃত ওই গোশত। তারা খাতা কলমে এতিমখানার নামে তালিকা প্রস্তুত করলেও প্রকৃতপক্ষে পেয়ে থাকে ধনি ও প্রভাবশালী ব্যাক্তিরা। প্রতিবছর এনিয়ে সাধারণ মানুষের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যায়। উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা বলেন, এতিমখানার বাহিরে ডুমুরিয়া থানা পুলিশকে ৪ কার্টুন দেয়া হয়েছে। আবার তিনি বলেছেন সঠিকভাবে বিতরণ করা হয়েছে। খোঁজ নিয়ে দেখা গেছে, অনেক ইমামদের বাড়িতেও গেছে গোশত। শুধু তাই নয় কুরবানির ওই গোশত সরকারি কর্মকর্তাসহ অনক ধনী পরিবারের ব্যাক্তিদেরকেও দেয়া হয়েছে।