ডুমুরিয়ায় করোনা ভাইরাসের আক্রমন রোধে পুলিশের মাক্স ও লিফলেট বিতরণ

0
150

নিজস্ব প্রতিবেদক:
করোনা ভাইরাসের দ্বিতীয় ধাপ মোকাবেলায় দেশব্যাপী সচেতনতার অংশ হিসেবে খুলনার ডুমুরিয়ায় সচেনতা মুলক লিফলেট ও মাস্ক বিতরণ করেছে পুলিশ প্রশাসন। রোববার বিকাল তিনটায় ডুমুরিয়া থানা পুলিশের উদ্যোগে চুকনগর বাসষ্ট্যান্ড সহ শহরের বিভিন্ন স্থানে মাইকিং করে সাধারণ মানুষকে সতর্ক করা সহ লিফলেট ও মাস্ক বিতরণ করা হয়েছে। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা রেঞ্জের অতিরিক্ত ডিআইজি এ কে এম নাহিদুল ইসলাম। অন্যান্যেও মধ্যে উপস্থিত ছিলেন, ডুমুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ ওবাইদুর রহমান, খুলনা জেলা আওয়ামীলীগের সহ সভাপতি চুকনগর ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ এবিএম শফিকুল ইসলাম, এছাড়াও খর্ণিয়া হাইওয়ে থানা পুলিশের উদ্দ্যোগে” মাক্স পরার অভ্যেস, করোনামুক্ত বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুকনগর বাস ষ্ট্যান্ড চত্তরে মাক্স বিতরন ও র‌্যালি দেয়। এতে হাইওয়ে থানা পুলিশের ওসি নাসির উদ্দিন মজুমদার, এস আই মুন্সি পারভেজ সহ পুলিশ সদস্যরা অংশ গ্রহন করেন।