ডুমুরিয়ায় এক মুলার ওজন সাড়ে ১৩ কেজি

0
447

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
ডুমুরিয়ার চিংড়ায় কৃষক অতিয়ার রহমান সাড়ে ৫ ফুট লম্বা এক মুলা উৎপাদন করে চমক সৃষ্টি করেছেন। শেখ আতিয়ার রহমান উপজেলার শোভনা ইউনিয়নের উত্তর চিংড়া গ্রামে বসবাস করেন। সে জাতীয়তাবাদী কৃষকদলের ডুমুরিয়া উপজেলা শাখার সাবেক সভাপতি। বরাবরই সে কৃষি কাজের সাথে জড়িত। বাড়ীর পাশে চিংড়া বিলে একটি মৎস্য ঘেরের কিছু অংশ ভেঁড়ীতে এ বছর মুলা চাষ করেন। ডুমুরিয়া বাজারের এক বীজ ব্যবসায়ীর কাছ থেকে তাসাকিষাণ জাতের মুলা বীজ নিয়ে চাষ করে তিনি লাভবান হয়েছেন। ওই ক্ষেতে একটি মুলা সাড়ে ৫ফুট লম্বা হয়েছে যার বেড় ১৩ ইঞ্চি এবং ওজন হয়েছে ১৩ কেজি ৩‘শ গ্রাম। বুধবার সকালে ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার মোঃ নজরুল ইসলাম সহকর্মীদের নিয়ে কৃষক আতিয়ার রহমানের ওই সব্জি ক্ষেতে যান এবং পরিদর্শন করেন। পরিদর্শনকালে তিনি বলেন,এটা হাইব্রীড জাতীয় উন্নত মানের জাত এবং যথেষ্ট স্বাদ রয়েছে।