ডুমুরিয়ায় এক্ই প্রাথমিক বিদ্যালয়ে ৩ প্রধান শিক্ষক দায়িত্বে !

0
327

ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় একই প্রাথমিক বিদ্যালয়ে ৩ প্রধান শিক্ষক কর্মরত থেকে এক পদ নিয়ে টানাটানি করছে বলে অভিযোগ উঠেছে। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার নির্দেশে এমনটি হয়েছে বলে জানা গেছে। উপজেলার ভান্ডারপাড়া আশ্রয়ন প্রকল্প সরকারী প্রাথমিক বিদ্যালয়ে এ ঘটনা ঘটে। বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রিয়াজুল ইসলাম জানান, ২০১৫ সালের ২২ ফেব্রুয়ারী থেকে তিনি ওই বিদ্যালয়ে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষকের দায়িত্ব পালন করে আসছেন। সম্প্রতি গত ২৩ সেপ্টেম্বর পিপলু রাণী হালদার নামের এক প্রধান শিক্ষক জেলা শিক্ষা অফিসার স্বাক্ষরিত এক বদলী আদেশ নিয়ে ২৪ সেপ্টেম্বর স্কুলে এসে যোগদান করেন। অনুরুপ ভাবে রাফেজা খাতুন নামের এক প্রধান শিক্ষক জেলা শিক্ষা অফিসার স্বাক্ষরিত আরও একটি বদলী আদেশ নিয়ে এর দু‘দিন পর এসে যোগ দান করেন। সেই থেকে বিদ্যালয়ের হাজিরা খাতায় একই পদে আমরা ৩জন স্বাক্ষর করে আসছি। যোগদানকৃত দু’জন শিক্ষকই স্ব-পদে বহাল থাকতে অনড়। এ নিয়ে দু’শিক্ষকের মধ্যে চলছে রশি টানাটানি। একই পদে তিন শিক্ষকের রশি টানাটানি কেন এমন প্রশ্নের উত্তরে উপজেলা শিক্ষা অফিসার জিএম আলমগীর কবির বলেন, উর্ধ্বতন কর্তৃপক্ষ যদি একই স্থানে ৫জনকে দেয় সে ক্ষেত্রে আমার কিছু করার নেই। একই বিদ্যালয়ে প্রধান শিক্ষকের একটি পদে কিভাবে দু’জন শিক্ষক বদলি আদেশ পায় এমন প্রশ্নের জবাবে জেলা শিক্ষা কর্মকর্তা রমেন্দ্রনাথ পোদ্দার বলেন, একটু ত্রুটি হয়েছে আগামী রবিবার এর সমাধান করা