ডুমুরিয়ায় উৎসব মুখর পরিবেশে স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত

0
1076

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি, খুলনাটাইমস:
জাতীয় নির্বাচনের মত ব্যাপক উৎসবমুখর পরিবেশে শনিবার খুলনার ডুমুরিয়া উপজেলায় সকল মাধ্যমিক বিদ্যালয় ও দাখিল মাদরাসায় স্টুডেন্টস কেবিনেট নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শিশু শিক্ষার্থীদের মধ্যে সামাজিক দায়িত্ববোধ, নেতৃত্বসুলভ গুণাবলির বিকাশ, পরিবেশ সংরক্ষণ, পরমতসহিষ্ণুতা, গণতন্ত্রচর্চার অভ্যাস ও শিক্ষা প্রতিষ্ঠানের উন্নয়ন এবং শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ ছাত্র ভর্তি ও ঝরে পড়া রোধে সহযোগিতা করার লক্ষ্যে এই স্কুল কেবিনেট নির্বাচন।
ডুমুরিয়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় সরেজমিনে গিয়ে সংশ্লিষ্ট সুত্রে জানা যায়, ব্যাপক উৎসব মুখরভাবে এবং শান্তিপূর্ন পরিবেশে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়েছে। সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। মোট ৮টি পদের নির্বাচনে ১৯জন প্রার্থী অংশ গ্রহন করে। ৩৮৬জন মোট ছাত্রীর মধ্যে ৩০২জন ছাত্রী ভোট প্রদান করে। এরমধ্যে ১৭টি ভোট বাতিল হয়। নির্বাচনে ৬ষ্ঠ শ্রেণির জান্নাতুল মাওয়া তিসা ১৮৪ ভোট, ৭ম শ্রেণির নুসরাত জাহান কনা ১৬৩ ভোট, ৮ম শ্রেণির রুকাইয়া ইয়াসমিন হাসি ১৯৪ ভোট, আপন কুন্ডু ১২৫ ভোট, ৯ম শ্রেণির তামিমা তাসরিন প্রত্যাশা ১৯৯ ভোট ইয়াসমিন আক্তার রশনি ১১২ ভোট, ১০ম শ্রেণির খুশি খাতুন ১৮৮ ভোট ও অনামিকা মন্ডল ১৩১ ভোট পেয়ে স্টুডেন্টস কেবিনেট সদস্য নির্বাচিত হয়েছে। নির্বাচন কমিশনারের দায়িত্বে ছিলো ১০ম শ্রেণির ছাত্রী শেখ জেরিন, ৯ম শ্রেণির কংকা রায় ও ৮ম শ্রেণির মৌমি হক মৌ। সার্বিক সহযোগিতা করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রীতি রানী চ্যাটার্জী ও শিক্ষক নিমাই চন্দ্র মন্ডল।