ডুমুরিয়ায় উপজেলা পরিষদের সংরক্ষিত আসনে ৫ প্রার্থী বিনা-প্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হচ্ছেন

0
381

ডুমুরিয়া (বাগেরহাট) প্রতিনিধি, খুলনাটাইমস:
ডুমুরিয়া উপজেলা পরিষদের সংরক্ষিত ৫টি আসনে মহিলা সদস্য পদে উপ-নির্বাচনে ৫জন প্রার্থী বিনাপ্রতিদ্ব›িদ্বতায় নির্বাচিত হতে যাচ্ছেন। নির্বাচন অফিস সুত্রে জানা যায়, আগামী ২৯ জানুয়ারী তারিখে উপজেলা পরিষদের সংরক্ষিত আসনের মহিলা সদস্য পদে উপ-নির্বাচনে ডুমুরিয়া উপজেলার ১৪টি ইউনিয়নে ৫টি আসনে ৫জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। বুধবার উপজেলা নির্বাচন অফিসার শেখ জাহিদুর রহমানের কাছে প্রার্থীরা এ মনোনয়নপত্র দাখিল করেন।
বৃহস্পতিবার যাচাই-বাচাই শেষে জেলা নির্বাচন অফিসার ও রিটার্নিং অফিসার মোঃ ইউনুচ আলী ওই ৫জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা নিশ্চিত করেন। এরা হলেন ১ নম্বর আসন (ধামালিয়া, রঘুনাথপুর ও রুদাঘরা) বিভা রানী বিশ্বাস, ২ নম্বর আসন (খর্ণিয়া, আটলিয়া ও মাগুরাঘোনা) মঞ্জুয়ারা বেগম, ৩ নম্বর আসন (শোভনা, মাগুরখালী ও আটলিয়া) ইলা রানী বৈরাগী, ৪ নম্বর আসন (শরাফপুর, সাহস ও ভান্ডারপাড়া) স্বপ্না রানী গাইন ও ৫ নম্বর আসনে (ডুমুরিয়া, গুটুদিয়া ও রংপুর ইউনিয়ন) কবিতা রানী বিশ্বাস। রাতে নির্বাচিত প্রার্থীরা মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপিকে তার ডুমুরিয়াস্থ বাস ভবনে গিয়ে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানান।#