ডুমুরিয়ায় ইটভাটা শ্রমিক ইউনিয়নের হুঁশিয়ারি

0
198

ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়া উপজেলা ইটভাটা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ গাজী মোস্তফার নেতৃত্বে একটি দল (৭ নভেম্বর) শনিবার সকাল ১০ টায় ডুমুরিয়ার বিভিন্ন ইটভাটা পরিদর্শন করেন। ভাটা শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ের লক্ষে ভাটা মালিক ও শ্রমিকদের সাথে মতবিনিময় করেন। তিনি দাবি করে বলেন, বর্তমানে ডুমুরিয়ার বাহিরের ভাটাগুলো শ্রমিকদের ন্যায্য মূল্য দিচ্ছে, কিন্তু ডুমুরিয়ার শ্রমিকরা সঠিক মূল্যায়ন পাচ্ছেনা। বাহিরের ইটকাটা প্রতি ১ হাজারে নয় হাজার টাকা করে, পুড়াই মিস্ত্রি ৬০ হাজার টাকা করে পেয়ে থাকে। এছাড়াও আরো অনেক সমস্যা আছে। সেগুলো সমাধান করার জন্য চেষ্টা করছি। তবে দাবি না মানলে ভাটা বন্ধ করার মত সিদ্ধান্ত নিতে হতে পারে বলে তিনি জানান।
তিনি আরো বলেন, সকল শ্রমিক যেন তাদের ন্যায্য পাওনা সময় মত পেয়ে যায় তার ব্যবস্থা করতে হবে। তাদের সাথে ভাল ব্যবহার করতে হবে। কোন শ্রমিক যেন মালিকের অশ্লীল বা কু-কর্মের শিকার না হয় সে দিকে নজর দিতে হবে। শ্রমিকের উপর অত্যাচার, নির্যাতন, নিপীড়ন বন্ধ করতে হবে, শ্রমিক বাঁচলে মালিক বাঁচবে, মালিক বাঁচলে দেশ, জাতি, রাষ্ট্র, তথা বাংলাদেশ এগিয়ে যাবে বিশ্বের সর্বস্তরে। এসময় আরো উপস্থিত ছিলেন, দলের সহসভাপতি আবুল শেখ, সাধারণ সম্পাদক আব্দুলাহ শেখ, সাংগঠনিক হাবিবুর শেখ, আমিনুর ইসলাম প্রমুখ।