ডুমুরিয়ায় আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরাধ দিবস পালন

0
379

ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ায় নানা কর্মসুচির মধ্যদিয়ে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস পালিত হয়েছে। অনুষ্ঠানের মধ্যে ছিল ৫ জয়িতা নারীকে সংবর্ধনা, বিতর্ক প্রতিযোগিতা ও আলোচনা সভা। শনিবার সকালে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান খান আলী মুনসুর। মহিলা বিষয়ক কর্মকর্তা হাসি রানী রায়ের সভাপতিত্বে শহীদ জোবায়েদ আলী মিলনায়তনে বক্তব্য দেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান শিরিনা দৌলত, ইউপি চেয়ারম্যান শেখ দিদারুল হোসেন, অধ্যাঃ মাগফুরা খানম, অধ্যাঃ আব্দুল হালিম ঢালী, প্রধান শিক্ষক প্রীতিলতা ঢালী, দি-হাঙ্গারের শেখ মোশাররফ হোসেন, সঞ্চিতা বিশ্বাস, ব্র্যাকের মাহফুজা খানম, প্লীডের মাহমুনুর রশিদ প্রমুখ। এরআগে ডুমুরিয়া মহাবিদ্যালয় ও শহীদ স্মৃতি মহাবিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে বিতর্ক প্রতিযাগিতায় শহীদ স্মহি মহাবিদ্যালয় বিজয়ী হয়। প্রতিযোগিতায় প্রধান বক্তা নির্বাচিত হয় কলেজ ছাত্রী তামান্না রহমান তন্বী। এছাড়া উপজলায় অর্থনৈতিক পাতিবুনিয়া গ্রামের সুষমা সরকার, সফল জননীতে মেছোগোনা গ্রামের রহিমা বেগম, নির্যাতন ঘুরে দাড়ানোয় বাগদাড়ী গ্রামের নুরজাহান বেগম, সমাজ উননয়নে নোয়াকাটি গ্রামের নাছিমা বেগম, শিক্ষা ও চাকুরীতে ডুমুরিয়া সদরের দিলারা বেগমকে জয়িতা সংবর্ধনা দেয়া হয়।