ডুমুরিয়ায় আনসার ও ভিডিপি উপজেলা সমাবেশ অনুষ্ঠিত

0
361

খুলনা ডুমুরিয়া শহীদ যোবায়েদ আলী মিলনায়তনে ডুমুরিয়া আনসার ও ভিডিপি উপজেলা সমাবেশ মঙ্গলবার বেলা ১১টায় অনুষ্ঠিত হয়।

সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনসার ও ভিডিপি খুলনা রেঞ্জ পরিচালক মোঃ আকবর আলী। বিশেষ অতিথি ছিলেন জেলা কমান্ড্যান্ট শেখ মনিরুজ্জামান, উপজেলা ভাইস চেয়ারম্যান শিরিনা দৌলত। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সহকারী কমিশনার (ভূমি) মোঃ নাজমুল হাসান খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা আনসার ও ভিডিপি প্রশিক্ষিকা মোছাঃ মাফুজা খানম। বক্তব্য রাখেন ম্যানেজার আনসার ও ভিডিপি উন্নয়ন ব্যাংক ডুমুরিয়া ও উপজেলা প্রশিক্ষক নিরুপম। প্রতিবেদন পাঠ করেন ইউনিয়ন দলনেতা ধ্রæব মন্ডল, দলনেত্রী পারুল আফরোজ। উপজেলা আনসার কোম্পানী কমান্ডার মোঃ হাবিবুর রহমান।

প্রধান অতিথি তাঁর বক্ততায় বলেন, আনসার ও ভিডিপি বাহিনী ১৯৪৮ সাল থেকে এ দেশের মানুষের ভাগ্যের উন্নয়নে কাজ করে আসছে। বাহিনীর সদস্য-সদস্যাদের প্রশিক্ষণের মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি করে যাচ্ছেন। এ বাহিনী দেশের আইন শৃঙ্খলা রক্ষা ও আর্থ সামাজিক উন্নয়নে অবদান রাখছেন যা প্রশংসার দাবিদার। সব উপজেলায় ২০০ জনের ৩ দিনের বিশেষ প্রশিক্ষণের মাধ্যমে ডিজিটাল পদ্ধতিতে ডাটাবেজ তৈরী করা হবে। তাদের সক্রিয় রেখে যে কোন সময়ে বিভিন্ন কাজে লাগানো হবে। অত্র উপজেলায় এ বাহিনীর কর্মকান্ড সন্তোষজনক ও ভবিষ্যতে আরো সাফল্যে সঙ্গে দায়িত্ব পালনের জন্য সকলের প্রতি আহবান জানান। প্রধান অতিথি অনুষ্ঠান শেষে প্রশংসনীয় কাজের জন্য সদস্য-সদস্যাদের মাঝে পুরষ্কার বিতরণ করেন। সংবাদ বিজ্ঞপ্তি
#