ডুমুরিয়ায় আদালতের আদেশ উপেক্ষা করে নলকূপ স্থাপন !

0
314

ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়ায় আদালতের আদেশ উপেক্ষা করে এক কৃষকের জমিতে জোর পূর্বক নলকূপ স্থাপণের কাজ শুরু করেছে প্রতিপক্ষ। উপজেলার কুলবাড়িয়া এলাকায় এমনটি ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। আদালত সূত্রে জানা যায়,উপজেলার কুলবাড়িয়া এলাকার মৃত এয়াকুব জোয়ার্দ্দারের ছেলে বাবলু জোয়ার্দ্দার গংদের রেকর্ডীয় ১৭ শতাংশ জমিতে একই এলাকার আজিজুল,রাশিদুল ও শাহাবুদ্দিন শেখ জোর পূর্বক পাকাঘর নির্মাণ ও নলকূপ স্থাপনের চেষ্টা চালায়। এ ঘটনায় বাবলু জোয়ার্দ্দার বাদি হয়ে গত ১৭ অক্টোবর খুলনা অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করে যার এমপি নং-৬৮২/১৯। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে ১৪৫ (১) ধারামতে নালিশী জমিতে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য ওসি ডুমুরিয়াকে নির্দেশ দেন। নির্দেশ মোতাবেক ওসি গত ২১ অক্টোবর উভয় পক্ষকে নোটিশ প্রদান করেন। কিন্তু ২য় পক্ষ আদালতের নির্দেশ অমান্য করে ওই জমিতে ২৭ অক্টোবর নলকূপ স্থাপনের কাজ শুরু করেন। যাহা অত্যন্ত দুঃখজনক ও আদালত অবমাননা উল্লেখ করে যথার্থ মহলের দৃষ্টি আকর্ষণ করেছেন ভুক্তভোগি পরিবারটি।