ডুমুরিয়ার মৎস্য ঘেরে বিষ প্রয়োগে লক্ষাধিক টাকার ক্ষতি

0
370

ডুমুরিয়া প্রতিনিধি : ডুমুরিয়ার মৎস্য ঘেরে বিষ প্রয়োগে চিংড়ি ও সাদা জাতীয় মাছ মরে লক্ষাধিক টাকা ক্ষতি করেছে দূর্বৃত্তরা। গত সোমবার রাতে উপজেলার কুখিয়া গ্রামস্থ ইঞ্জিনিয়র আসাবুর রহমানের মৎস্য ঘেরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় ঘেরমালিকের বোন বাদি হয়ে থানায় একটি সাধারন ডাইরি করা হয়েছে।

জিডি সূত্রে জানা যায়, কুখিয়া গ্রামের ইঞ্জিনিয়ার আছাবুর বহমান প্রায় ২০/২৫ বছর ধরে কুখিয়া বিলে তার নিজম্ব দু‘বিঘা জমিতে মৎস্য চাষ করে আসছে। ঘটনার রাতে ঘেরের পাহারাদার আক্তার হোসেন প্রতিদিনের ন্যায় খাবার দিয়ে বাড়িতে আসে।
পরদিন ঘেরে খাবার দিতে গিয়ে দেখে পানিতে চিংড়ি, রুই,কাতলাসহ বিভিন্ন প্রজাতির মাছ মরে সাবাড় হয়ে গেছে। যার মুল্য লক্ষাধিক টাকা। ঘটনা প্রসংগে থানার এস আই আশিকুর রহমান বলেন ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে।এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।