ডুমুরিয়ার দড়াটানা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন তালা

0
408

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি:
ডুমুরিয়া উপজেলার বৈঠাহারা মঠ মন্দিরে শ্রীশ্রী কালিপুজা উপলক্ষে ৮দলীয় দড়াটানা প্রতিযোগিতায় তালা উপজেলার ইসলামকাটি দড়াটানা দল চ্যাম্পিয়ন হয়েছে। গতকাল রবিবার বিকালে মন্দির সংলগ্ন মাঠে তুমুল উত্তেজনার মধ্যদিয়ে এ খেলা সম্পন্ন হয়েছে। খেলায় রানার্সআপ হয়েছে যশোর জেলার মনিরামপুর উপজেলার হরিদাশকাটি দড়াটানা দল। খেলা পরিচালনা করেন ক্রীড়াবিদ প্রনব কুমার সরদার। খেলা শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার তুলে দেয়া হয়।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ এমপি। পুজা কমিটির সভাপতি নির্মল কান্তি বিশ্বাসের সভাপতিত্বে প্রতিমন্ত্রী বলেন, ‘বিগত সরকারের আমলে এই বৈঠাহারা এলাকার মানুষ সন্ত্রাসীদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে পড়েছিল। বর্তমানে সেইদিন আর নেই। জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর এলাকায় সন্ত্রাসীর আনাগোনা আর নেই। যেকারনে মানুষের মনে শান্তি ফিরে এসেছে। তিনি বলেন, বৈঠাহারার এই মন্দিরের মাঠ উচু করতে হবে, মন্দিরের শ্রীবৃদ্ধি করতে হবে। সেক্ষেত্রে ২ লাখ ৩ লাখ যাই দরকার হবে আমি ব্যবস্থা করবো।’ বিশেষ অতিথি’র বক্তব্যদেন থানা অফিসার ইনচার্জ মোঃ হাবিল হোসেন, স্থানীয় মাগুরখালী ইউপি চেয়ারম্যান বিমল কৃষ্ণ সানা, শোভনা ইউপি চেয়ারম্যান সুরঞ্জিত বৈদ্য, মাগুরখালী ক্যাম্প ইনচার্জ এসআই রনজিত কুমার সরকার ও ডুমুরিয়া উপজেলা পুজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক গোবিন্দ গোষ। অন্যান্যের মধ্যে বক্তব্যদেন, পুজা কমিটির সাধারণ সম্পাদক বিষ্ণুপদ মন্ডল, স্থানীয় সংরক্ষিত ইউপি সদস্য অনিমা রানী মন্ডল, উপজেলা কৃষকলীগ নেতা অরিন্দম মল্লিক, পঞ্চানন মন্ডল, শিক্ষক বিধান চন্দ্র মন্ডল, সুকৃতি মন্ডল, রুইদাস মন্ডল, আশুতোষ মন্ডল, ঠাকুরদাশ হালদার প্রমুখ।