ডুমুরিয়ার চটচটিয়া বাজারে মুদি দোকানে আগুন লেগে দেড় লক্ষাধিক টাকার ক্ষতি

0
418

ডুমুরিয়া (খুলনা) প্রতিনিধি, খুলনাটাইমস:
ডুমুরিয়া উপজেলার চটচটিয়া খেয়াঘাট বাজারে মঙ্গলবার সন্ধ্যায় একটি মুদি দোকানে আগুন লেগে নগদ টাকাসহ মালামাল পুড়ে দেড় লক্ষাধিক টাকার ক্ষতি হয়েছে। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রপাত হয়েছে বলে জানা গেছে। ক্ষতিগ্রস্থ দোকানদার ফরিদ শেখ শরাফপুর ইউনিয়নের সেনপাড়া গ্রামের আব্দুল লতিফ শেখের ছেলে। পরে স্থানীয় লোকজন ও দমকল বাহিনীর সদস্যদের সহায়তায় আগুন নিয়োন্ত্রনে আসে।
দোকান মালিক ও ফায়ার সার্ভিস সুত্রে জানা যায়, চটচটিয়া খেয়াঘাট বাজারে ফরিদ শেখের মুদি দোকানে হঠাৎ বিদ্যুতের শর্ট সার্কিট হয়ে দোকানের সমস্ত ওয়ারিং তারে আগুন ধরে যায়। একপর্যায়ে দোকানের মালামালে আগুন লেগে গেলে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। পরে উপজেলা ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে স্বক্ষম হয়। এ ঘটনার পর প্রায় আধাঘন্টা চটচটিয়া এলাকায় বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিলো বলে বিদ্যুত অফিস সুত্রে জানা গেছে।