ডুমুরিয়ার খর্ণিয়ায় সালেহা-ওহাব শিক্ষা প্রকল্পের শিক্ষাবৃত্তি প্রদান

0
306

ডুমুরিয়া প্রতিনিধি:
ডুমুরিয়ায় সালেহা-ওহাব শিক্ষা প্রকল্পের আয়োজনে কৃতি শিক্ষার্থীদের মাঝে শিক্ষাবৃত্তি প্রদান করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে উপজেলার খর্ণিয়া বাজারস্থ প্রকল্পের নিজস্ব কার্যালয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অবসরপ্রপ্তি ব্যাংক কর্মকর্তা এসএম নূরুল ইসলামের সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ছিলেন প্রকল্প পরিচালক ও আমেরিকা প্রবাসী মোঃ সাইফুল ইসলাম মোড়ল।
সাবেক ইউপি সদস্য শরীফুল ইসলাম মোড়লের সঞ্চালনায় প্রকল্পটি শিক্ষা ও দারিদ্র বান্ধব উল্লেখ করে বক্তব্যদেন মধুগ্রাম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মহিবুর রহমান, খর্ণিয়া মাধ্যমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক নওশের আলী মোড়ল, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক বিলাস মুখার্জী, প্রণব কুমার ঘোষ, অমর কৃষ্ণ সরকার, উমাপদ হালদার, মাওলানা আব্দুস সাত্তার, মাষ্টার জাহিদুর রহমান, আশরাফ হোসেন, সমাজ সেবক সরদার আঃ করিম, আলতাফ হোসেন কাজল, শিক্ষার্থী তাহেরা খাতন, অন্তরা রানী কুন্ডু প্রমূখ। সভা শেষে ২৫জন মেধাবী স্কুল-কলেজ ও মাদ্রাসা শিক্ষার্থীর মাঝে শিক্ষা বৃত্তি প্রদান করা হয়।