ডুমুরিয়ার নিরাপদ ও বালাই মুক্ত সবজি রপ্তানি কার্যক্রমের শুভ উদ্বোধন

0
194

নিজস্ব প্র্রতিবেদক:
সাসটেইনেবল এগ্রিকালচার, ফুড সিকিউরিটি এন্ড লিংকেজেস (সফল-২)নিরাপদ ও বালাই মুক্ত সবজি রপ্তানি কার্যক্রমের শুভ উদ্বোধন ও আলোচনা সভা অনুষ্ঠিত। শুক্রবার সকাল সাড়ে ১১টার সময় খুলনার ডুমুরিয়া উপজেলার টিপনা ভিলেজ সুপার মার্কেট, সবজি প্রথম বিদেশে রপ্তানি শুরুর মধ্য দিয়ে উদ্বোধন কার্যক্রম শুরু হয়।

উপজেলা নির্বাহী অফিসার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ আবদুল ওয়াদুদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হয়ে উদ্বোধন করেন খুলনা জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ হেলাল হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন খুলনা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপপরিচালক মোঃ হাফিজুর রহমান, ডুমুরিয়া উপজেলা কৃষি অফিসার মোছাদ্দেক হোসেন, খুলনা কৃষি বিপণন অধিদপ্তরের সহকারী পরিচালক এস. এম. মাহবুব আলম, প্রথম আলোর খুলনা প্রতিনিধি এহছান, টিপনা ভিলেস সুপার মার্কেটের সভাপতি শেখ হেফজুর রহমান প্রমূখ উপস্থিত ছিলেন।

খুলনা টাইমস/এমআইআর