ডিমের দরপতন খামারিরা বিপাকে

0
1879

আহাদ আলী: 
ডিমের দরপতন হওয়ায় খামারীরা বিপাকে পড়েছেন। সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, জেলায় সহস্রাধিক মুরগির খামার রয়েছে। এসকল খামারের ডিম এলাকার চাহিদা মিটিয়ে প্রতিদিন লাখ লাখ ডিম পিক-আপ ও ট্রাক যোগে রাজধানী ঢাকাসহ বিভিন্ন জেলায় রপ্তানি হয়ে থাকে। ডিমের দাম ভাল পাওয়ায় দিনদিন খামারের সংখ্যা বৃদ্ধি পাওয়াসহ অনেকে মুরগি খামার দিয়ে স্বাবলম্বী হতে থাকেন। অনেক শিক্ষিত বেকার বিভিন্ন এনজিও ও ব্যাংক থেকে ঋণ নিয়ে মুরগির খামার দিয়ে বেকারত্ব ঘুচালেও গত ১০ মাস থেকে ডিমের দরপতন ঘটায় তারা বিপাকে পড়েছেন। মুরগির খাদ্যের দাম লাগামহীন হওয়ার পাশাপাশি ডিমের দরপতনে কারনে, অনেক কে খামার বন্ধ করে দিতে বাধ্য হচ্ছে। বর্তমানে ডিমের বাজার মুল্য পাইকারি শতকরা হিসেবে ৫’শ থেকে ৫’শ ৫০ টাকা হওয়ায় ডিম বিক্রি করে খামারিরা মুরগির খাদ্যের যোগান দিতেই পারছেন না। প্রতিদিন মুরগির খাদ্যের যোগান দিতে ঘর থেকে ভর্তুকি দিতে হচ্ছে। এছাড়া এনজিও ঋণ ও ব্যাংক ঋণ পরিশোধে খামারীরা ব্যর্থ হয়ে ঋণখেলাপী হয়ে পড়ছেন। এতে করে গত ১০ মাসে শতাধিক খামার বন্ধ হয়ে গেছে বলে খামার মালিকরা জানিয়েছেন। খামার মালিক শাহজাহান মিয়া, মাসুদ আলম, আলমগীর হোসেন, সাইফুল ইসলামসহ অনেকে জানান যে হারে ডিমের দরপতনের সাথে তাল মিলিয়ে খামার বন্ধ হয়ে যাচ্ছে তাতে অচিরেই আরও অনেক খামার বন্ধ হয়ে যাওয়ার উপক্রম দেখা দিয়েছে।