ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে প্রযুক্তিকে কাজে লাগাতে হবে

0
218
????????????????????????????????????

খবর বিজ্ঞপ্তি:
ডিজিটাল বাংলাদেশ গড়তে হলে প্রযুক্তিকে কাজে লাগাতে হবে। কোনভাবেই যেন এর অপব্যবহার না হয় সেদিকে লক্ষ্য রেখে প্রযুক্তির ব্যবহার বাড়াতে হবে। তথ্য প্রযুক্তি ২০১৮ এর আইনটি নিয়ে আরো পর্যালোচনা করা প্রয়োজন। ব্যক্তি, পরিবার ও সমাজে তথ্যপ্রযুক্তির ব্যবহার ও আমাদের সক্ষমতা বৃদ্ধি করতে হবে। যোগাযোগ ও তথ্যপ্রযুক্তির বিপ্লব, এর সুফল এবং সমাজের নানামত্রিক পরিবর্তন আনতে পারে। সামাজিক যোগাযোগ আমরা যত্রতত্রভাবে ব্যবহার না করি সেদিকে নজর রাখতে হবে। এভাবে বললেন জনউদ্যোগ, খুলনাআয়োজিত দুইদিনব্যাপী আইসিটি প্রশিক্ষণে উদ্বোধনকালে বক্তারা। শুক্রবার সকাল ১০টায় বিএমএ মিলনায়তনে জনউদ্যোগ,খুলনা আয়োজিত আইইডি’র সহযোগিতায় দুইদিনব্যাপী আইসিটি প্রশিক্ষণের উদ্বোধনীসভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন খুলনা টিভি রির্পোটার অ্যাসোসিয়েশনের সভাপতি ও মাছরাঙ্গা টেলিভিশনের ব্যুরো প্রধান মোস্তফা জামাল পপলু। প্রশিক্ষণ উদ্বোধন করেন বিএমএ’র সভাপতি ডা: শেখ বাহারুল আলম। উদ্বোধনী সভায় জনউদ্যোগ নারী সেলের আহবায়ক শামীমা সুলতানা শীলু রাধুনী কীর্তিময়ী সম্মননা পুরস্কার পাওয়ায় তাকে সংবর্ধিত করা হয়। অতিথি ছিলেন ডা:দীপাঙ্কও নাগ। সভা পরিচালনা করেন জনউদ্যোগ,খুলনার সদস্য সচিব মহেন্দ্রনাথ সেন। প্রশিক্ষণ দেন অফসেসটেক লিঃ এর মোঃ জিসান আহমেদ। প্রশিক্ষণে জেলার বিভিন্ন পর্যায়ের যুবকেরা অংশগ্রহণ করেন।