ডিজিটাল প্রতারণা থেকে সাবধান..

0
632

১। ফেসবুক বা ডিজিটাল মাধ্যমে অজানা বিদেশীর প্রেমে পরে গিফট সামগ্রীর লোভে সর্বস্ব হারাবেন না।
২। লটারি জিতেছেন শুনে কাউকে তথ্য বা টাকা দিবেন না।
৩। মোবাইল ব্যাংকিং এর এজেন্ট বা কর্মকর্তা পরিচয়ে কেউ ফোন দিলে সাইবার পুলিশ এর সাথে যোগাযোগ না করে কোন লেনদেন করবেন না।
৪। কেউ ভুলে টাকা পাঠিয়েছে জানালে, নিজের মোবাইল ব্যাংকিং এর ব্যাল্যান্স না জেনে অজানা কাউকে টাকা ফেরত দিবে না।
৫। এয়ারপোর্ট কাস্টমস পুলিশ সেজে পারসেল পাইয়ে দেয়ার কথা বলেও কিছু এ দেশীয় দালাল যারা নাইজেরিয়ান স্ক্যাম এর সহযোগী, তাদের কথায় কোন টাকা দিবেন না।
৬। নিজের বিকাশ বা অন্যান্য ব্যাংকিং এর ওয়ালেট এর ব্যালান্স চেক না করে শুধুমাত্র ফেইক এসএমএস দেখে কাউকে টাকা পাঠাবেন না।
৭। অনলাইনে কেনা কাটায় সাবধানী হউন। টাকা পাঠানোর আগে সব দিক চেইক করে লেনদেন করুন।
৮। যে কোন ডেবিট বা ক্রেডিট কার্ড দিয়ে কেনাকাটার সময় আপনার গোপন পিন সাবধানে প্রেস করুন যাতে কেউ দেখতে না পারে। ম্যাগবার কার্ড বাদ দিয়ে চিপ যুক্ত কার্ড ব্যবহার করুন। এ ক্ষেত্রে আপনার ব্যাংক কে তাগাদা দিন নতুবা অন্য ব্যাংক এর চিপ যুক্ত কার্ড ব্যবহার করুন।

এধরনের অপরাধের শিকার হলে দ্রুত থানায় জিডি করে সাইবার পুলিশ এর সহায়তা নিন। পুলিশের সাইবার ক্রাইম ইউনিটে অভিযোগ করুন। ইমেইলে জানাতে পারেন cyberhelp@dmp.gov.bd ঠিকানায়। অথবা সরাসরি হেল্পডেস্কে কথা বলতে পারেন ০১৭৬৯৬৯১৫২২ নম্বরে। ডিএমপি নিউজ