ডিজিটাল নিরাপত্তা বিল পাসের প্রতিবাদে এমইউজে’র বিক্ষোভ

0
414

সাংবাদিক নেতৃবৃন্দ বলেছেন, ডিজিটাল নিরাপত্তা আইন নামের একটি ভয়াবহ কালো আইন পাস করেছে সরকার। এ আইনের প্রত্যেকটি লাইনে লাইনে রয়েছে বাকস্বাধীনতা হরণের মতো অন্যায় নির্দেশনা। যা দেশের সংবিধান পরিপন্থী। এ আইন বাস্তবায়ন হলে একদিকে যেমন মুক্ত সংবাদমাধ্যম তাদের স্বাধীনতা হারাবে অন্যদিকে দেশের মানুষের মত প্রকাশের কোনো স্বাধীনতা থাকবে না। শনিবার খুলনা প্রেস ক্লাবের সামনে কেন্দ্রীয় কমৃসূচির অংশ হিসেবে মেট্রোপলিটন সাংবাদিক ইউনিয়ন খুলনা-এমইউজে ‘গণমাধ্যম বিরোধী ডিজিটাল নিরাপত্তা বিল পাসের প্রতিবাদে বিক্ষোভ সমাবেশে সাংবাদিক নেতৃবৃন্দ এসব কথা বলেন।
এমইউজে’র সভাপতি মো. আনিসুজ্জামানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আবুল হাসান হিমালয়ের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ মনিরুজ্জামান। এতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য শেখ দিদারুল আলম ও বিএফইউজের সাবেক নির্বাহী সদস্য এমইউজে খুলনার সক-সভাপতি এহতেশামুল হক শাওন, সম্মিলিত পেশাজীবী পরিষদ খুলনার সদস্য সচিব ডা. সেখ আখতার উজ জামান, মহানগর মহিলা দলের সভানেত্রী অধ্যক্ষ সৈয়দা রেহানা ঈসা, এমইউজে খুলনার সাবেক সহ-সভাপতি আব্দুল খালেক আজীজী ও মো. রাশিদুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক এইচ এম আলাউদ্দিন, কোষাধ্যক্ষ আব্দুর রাজ্জাক রানা, দৈনিক প্রবাহের সিনিয়র রিপোর্টার মুহাম্মদ নূরুজ্জামান, স্টাফ রিপোটার কামরুল হোসেন মনি, ফটো সাংবাদিক সেলিম গাজী, মানবাধিকারকর্মী জিএম রাসেল ইসলাম, খুলনা জেলা যুবদলের সহ-দপ্তর সম্পাদক রফিকুল ইসলাম বাবু, সদর থানা যুবদলের নেতা শফিকুল ইসলাম শাহিদ প্রমুখ। বিজ্ঞপ্তি