ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়া মন্ত্রীসভায় অনুমোদন

0
386

টাইমস ডেস্ক : সাইবার অপরাধে সর্বোচ্চ ১৪ বছর ও সর্বনিম্ন ৭ বছর কারাদন্ড এবং এক কোটি টাকা পর্যন্ত জরিমানার বিধান রেখে ডিজিটাল নিরাপত্তা আইনের খসড়ায় চুড়ান্ত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

এতে তথ্য প্রযুক্তি আইনের ৫৭ ধারাসহ বেশকটি ধারা বিলুপ্ত করে বিস্তারিত বিন্যাস সংযোজন করা হয়েছে। ধর্মীয় অনুভূতিতে আঘাতে ক্ষেত্রে, ১০ বছরের জেল ও ২০ লাখ টাকা জরিমানা বা উভয় দন্ডের বিধান রাখা হয়েছে খসড়ার ২৮ ধারায়। তবে ইতোপূর্বে এই ধারায় দায়েরকৃত মামলা সাভাবিকগতিতে চলবে।

ডিজিটাল মাধ্যম ব্যবহার করে মুক্তিযুদ্ধ ও জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিরুদ্ধে অপপ্রচার চালালে একে অপরাধ গণ্য করে সর্বোচ্চ শাস্তির বিধান রাখা হয়েছে।