ডায়মন্ডের আটের ভেতর কোনো রহস্য? টুইট ঘিরে ঝড়

0
410

অনলাইন ডেস্ক : অনেকেই হয়তো তাস খেলতে জানেন না। কিন্তু তাস খেলার কথা জানেন না এমন লোক খুব কমই পাওয়া যাবে। তবে সম্প্রতি তাস নিয়ে লিভারপুলের এক ব্যক্তির করা একটি টুইট সামাজিক যোগাযোগ মাধ্যমে রীতিমতো ঝড় তুলেছে।
ইংল্যান্ডের লিভারপুলের এক বাসিন্দা টুইটে একটি তাসের ছবি পোস্ট করেছেন। তাসটি হল রুইতনের (ডায়মন্ড) আট। ছবির নিচে ক্যাপশনে লিখেছেন, কত বছর বয়সে রুইতনের এই আট তাসটির মধ্যে আট সংখ্যাটি আপনি প্রথমবারের জন্য দেখেছেন?
ব্যাস, এরপরই টুইটার ব্যবহারকারী এই টুইটকে লাইক ও কমেন্টের বন্যায় ভাসিয়ে দিয়েছে। তাস নিয়ে করা এই পোস্টে ৩৭ হাজার রিটুইটের পাশাপাশি ইতোমধ্যেই এক লাখ ২২ হাজার লাইক পড়েছে।
আসলে রুইতনের আট তাসটিতে আটটি লাল রঙের ডায়মন্ডের মধ্যে ইংরেজির আট সংখ্যাটি দেখা এক ধরনের দৃষ্টিভ্রম ছাড়া আর কিছুই নয়। তবে এই দৃষ্টিভ্রমকে কাজে লাগিয়েই বাজিমাত করেছেন লিভারপুলের ওই টুইটার ব্যবহারকারী।
পোস্টের কমেন্টে অনেকে লিখেছেন, তারা সারা জীবন তাস খেললেও বিষয়টি লক্ষ্য করেননি। কেউ অনেক চেষ্টা করেও আট সংখ্যাটি খুঁজে পাননি। অনেকে আবার তাসের মধ্যে আট সংখ্যাটি ভিন্ন রঙের কালি দিয়ে চিহ্নিতও করেছেন।