ডাঃ রকিব হত্যা মামলায় এজাহারনামীয় ৫ আসামী গ্রেফতার

0
591

খবর বিজ্ঞপ্তি:
গত রবিবার শিউলি বেগম (৩৫), স্বামী-মোঃ আবুল আলী শেখ, সাং-মোহাম্মদ নগর, পল্লবী সড়ক, থানা-লবণচরা, খুলনা মহানগর সন্তান প্রসবজনিত সমস্যার কারণে গল্লামারী রাইসা ক্লিনিক এন্ড ডায়াগনস্টিক সেন্টারে ভর্তি হন। উক্ত ক্লিনিকের মালিক ডাঃ মোঃ আব্দুর রকিব খান বিকেল ৫ টা ৪০ মিটিটের সময় উক্ত শিউলি বেগমকে অপারেশন করলে আকস্মিকভাবে রক্তক্ষরণ শুরু হয়। পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য সোমবার খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়। সেখান থেকে ঢাকায় নিয়ে যাওয়ার পথে শিউলি বেগমের মৃত্যু হয়। এ ঘটনায় ক্ষিপ্ত হয়ে শিউলি বেগমের আত্মীয়-স্বজন ঐদিন রাত সাড়ে ৮ টার সময় রাইসা ক্লিনিকের সামনে এসে ডাঃ মোঃ আব্দুর রকিব খান’কে ক্লিনিকের সামনে কিল, ঘুষি চড়, থাপ্পর মেরে আহত করে। পরবর্তীতে ডাঃ মোঃ আব্দুর রকিব খান’কে রাইসা ক্লিনিকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য গাজী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে চিকিৎসাকালীন তার শারীরিক অবস্থার অবনতি হলে মঙ্গলবার দুপুর ১২ টা ১০ মিনিটের দিকে উন্নত চিকিৎসার জন্য শহীদ শেখ আবু নাসের বিশেষায়িত হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাড়ে ৬ টায় তার মৃত্যু হয়।
উক্ত ঘটনার প্রেক্ষিতে নিহত ডাঃ মোঃ আব্দুর রকিব খান এর ভাই মোঃ সাইফুল ইসলাম খান বাদী হয়ে আসামী ১। মোঃ জমির (৩৫), পিতা-অজ্ঞাত, সাং-জিরো পয়েন্ট, থানা-হরিণটানা, খুলনা মহানগর ২। কুদ্দুস (২৮), পিতা-গোলাম মোস্তফা, সাং-অজ্ঞাত, থানা-হরিণটানা, খুলনা মহানগর ৩। মোঃ আবুল আলী শেখ (৪৫), পিতা-অজ্ঞাত, সাং-মোহাম্মদ নগর, পল্লবী সড়ক, থানা-লবণচরা, খুলনা মহানগর ৪। মোঃ রহিম (৩২), পিতা-আব্দুর রহমান, সাং-বেজের ডাঙ্গা, থানা-ফুলতলা, জেলা-খুলনা, এ/পি-অভয়নগর, থানা-অভয়নগর, জেলা-যশোর, সহ অজ্ঞাতনামা ৮/১০ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করিলে খুলনা থানার মামলা নং-৬, তারিখ-১৭/০৬/২০২০, ধারা-১৪৩/৪৪৮/৩০২/৩৪ পেনাল কোড রুজু হয়। পরবর্তীতে প্রচলিত, অপ্রচলিত সকল মাধ্যম এবং তথ্য প্রযুক্তির সর্বোত্তম ব্যবহার করে খুলনা থানা পুলিশ এবং ডিবি পুলিশের একাধিক টিম অভিযান পরিচালনা করে এজাহার নামীয় আসামী ১। মোঃ জমির (৩৫), পিতা-মৃত সৈয়দ ছবেদ আলী, সাং-জিরোপয়েন্ট, থানা-হরিণটানা, খুলনা মহানগর ২। মোঃ আবু আলী শেখ(৪৫), পিতা-মোঃ হায়দার আলী, সাং-মোহাম্মদ নগর, পল্লবী সড়ক, থানা-লবণচরা, খুলনা মহানগর ৩। মোঃ আব্দুর রহিম মহলদার(৩২), পিতা-মোঃ আব্দুর রহমান মহলদার, মাতা-ফাতেমা বেগম, সাং-বাগদাহ, থানা-অভয়নগর, জেলা-যশোর, এ/পি-৫৩, কেডিএ এভিনিউ, ল্যাব টেকনিশিয়ান রাশিদা মেমোরিয়াল হাসপাতাল, থানা-সোনাডাঙ্গা মডেল, খুলনা মহানগর এবং এজাহার বর্হিভূত ঘটনার সাথে জড়িত আসামী ৪। খাদিজা বেগম (৪৫), স্বামী-আবু জাফর, পিতা-মৃত আতাহার মোল্যা সাং-নিজখামার, বাইতুস মোকাদ্দাস মসজিদ এর পাশে, থানা-লবণচরা, খুলনা মহানগর ৫। গোলাম মোস্তফা (৪৫) পিতা-মৃত সেকেন্দার আলী শেখ, সাং-রাজবাধ, থানা-হরিণটানা, খুলনা আসামীদের গ্রেফতার করা হয়। অন্যান্য আসামীদের গ্রেফতারের অভিযান অব্যাহত আছে।