ট্রাম্প ও কিমের বৈঠক হতে পারে সিঙ্গাপুরে

0
571

অনলাইন ডেস্কঃ

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও উত্তর কোরিয়ার নেতা কিম জং উন এর বৈঠক সিঙ্গাপুরে হতে পারে। এমনটাই জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এর আগে ট্রাম্প জানিয়েছিলেন উত্তর কোরিয়ার সীমান্তে অবস্থিত পিস হাউসে দুজনের বৈঠক হতে পারে৷

ট্রাম্প টুইটারে এই উচ্চ পর্যায়ের বৈঠকের জন্য বেশ কিছু জায়গার নাম তালিকাভুক্ত করেন৷ মার্কিন প্রেসিডেন্ট ও উত্তর কোরিয়ার নেতার এই প্রথমবার উচ্চ পর্যায়ের বৈঠক হতে চলেছে৷ সেই বৈঠকের স্থান নিয়ে ট্রাম্পের পক্ষ থেকে এই প্রথম জনসমক্ষে বার্তা দেওয়া হলো৷

মার্কিন প্রেসিডেন্ট টুইটে জানান, বৈঠকের জন্য বেশ কিছু দেশের নাম বিচার বিশ্লেষণ করে দেখা হচ্ছে৷ কিন্তু তৃতীয় কোনো দেশের বদলে উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমায় অবস্থিত পিস হাউস বেশি ভাল, উপযুক্ত বলে মনে হচ্ছে না।

প্রসঙ্গত, দুই কোরিয়াকে আলাদা করেছে পানমুনজম এলাকা৷ এই অসামরিক এলাকায় রয়েছে পিস হাউস৷ শুক্রবার সেখানেই কিম জং উন ও দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট মুন দেখা করেন৷ ১৯৫৩ সালের পরে এই প্রথম দক্ষিণ কোরিয়ার মাটিতে উত্তর কোরিয়ার নেতা কিম জং উন পা রেখেছেন৷ মুনের সঙ্গে তিনি গিয়েছিলেন পিস হাউসে৷ এই সম্মেলনের পরেই ট্রাম্প ও কিমের বৈঠক হওয়ার বিষয়টিতে জোড় দেওয়া হয়৷ এর আগে কিম পরমাণু মিসাইল টেস্ট বন্ধ করার কথা ঘোষণা দেন৷