টেকনিক্যাল ডিরেক্টর হলেও দায়িত্ব হেড কোচের মতোই

0
334

ক্রীড়া ডেস্ক, খুলনাটাইমস: জানুয়ারির মাঝামাঝিতে শুরু হবে ত্রিদেশিয় সিরিজ।এরপর শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ। বাংলাদেশ এই দুটি সিরিজ খেলতে চলেছে হেড কোচ ছাড়াই। হাথুরুসিংহে পদত্যাগ করার পর এখনও বিদেশি হেড কোচ চূড়ান্ত করতে পারেনি বিসিবি। এই দুই সিরিজে বোর্ড পরিচালক ও সাবেক অধিনায়ক খালেদ মাহমুদ সুজনকে নিয়োগ দেওয়া হয়েছে টেকনিক্যাল ডিরেক্টর হিসেবে।

মিডিয়াকে তিনি জানালেন, টেকনিক্যাল ডিরেক্টর হলেও তিনি মূলত কাজ করবেন প্রধান কোচের মতো। খালেদ মাহমুদ সুজন বলেন,‘ বলা হয় হেড কোচ নেই এই সিরিজে। কিন্তু দায়িত্বটা হেড কোচের মতোই হবে। হয়তবা কোচের পরিবর্তে নামটা পরিবর্তন হবে। টেকনিক্যাল ডিরেক্টর হবে। কাজটা ওইরকমই থাকবে।’

দলে আছেন পেস বোলিং কোচ কোর্টনি ওয়ালশ, সহকারি কোচ রিচার্ড হ্যালসেল, স্পিন কোচ সুনিল যোশি। সবার উপরে থাকবেন টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন। সার্বিক দিক তিনিই দেখভাল করবেন।

হেড কোচের না থাকার কারণে দায়িত্ব যখন নিজের কাছে এসেছে তখন এটাকে পুরোপুরি কাজে লাগাতে চান সুজন। অতীতের কথা তুলে তিনি বলেছেন,‘যখনই আমাকে বাংলাদেশ ক্রিকেটের কোন দায়িত্ব দেওয়া হয়েছে আমি চেষ্টা করেছি সেটা ঠিকভাবে করতে। আর আমার কাছে পদ বা রোল সেটা গুরুত্বপূর্ণ না। বাংলাদেশ টিমের জন্য কাজ করি এটাই সবচেয়ে বড় জিনিস। এটা আমার জন্য একটা সুযোগ। আমি এই সুযোগ দুই হাতে লুফে নিব। আমার যতটুকু সামর্থ্য আছে, ক্রিকেট নলেজ আছে, কোচিং নলেজ আছে সেটা অবশ্যই এই সিরিজে কাজে লাগাবে।’

সুজন বিশ্বাস করেন নতুন বছর বেশ ভালোভাবেই শুরু করতে পারবে দল। বললেন,‘ আমি মনে করি আমরা ভালো একটি দল। আর বছরটাও আমরা ভালোভাবে শুরু করতে পারব বলে বিশ্বাস করি।’