টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার বেটিবেগুন ক্ষেত পরিদর্শন

0
570

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধিঃ

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বেটিবেগুন চাষে আগ্রহ বাড়ছে কৃষকদের।
এরই পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার বেলা সাড়ে ১২ টায় উপজেলার কুশলী ও বর্নি ইউনিয়নের বেটিবেগুন ক্ষেত গুলো পরিদর্শন করেছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নাকিব হাসান তরফদার। এসময় তিনি কৃষকদের বেটিবেগুন ক্ষেত সম্পর্কে নানাবিধ পরামর্শ ও বিভিন্ন সহযোগিতার আশ্বাস প্রদান করেন।
ইউনিয়নের কৃষকরা জানান, গত বছর ইউএনও মহোদয়ের নানাবিধ উপদেশ, পরামর্শ পাওয়ার পর থেকেই আমাদের এলাকায় অনেক কৃষক আগ্রগের সাথে বেটি বেগুন চাষাবাদ করছে কৃষকরা।এছাড়া কৃষি অফিস থেকে প্রয়োজনীয় সহযোগিতা দেয়া হচ্ছে বলেও জানান কৃষকরা।
এসময় উপস্থিত ছিলেন কৃষি অফিসার কৃষিবিদ জামালউদ্দিন ও অত্র ইউনিয়নের কৃষকবৃন্দ।।