টুঙ্গিপাড়ায় সওজ’র জায়গা থেকে ৪০ টি দোকান উচ্ছেদ

0
326

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় সওজ বিভাগের জায়গায় অবৈধভাবে গড়ে ওঠা প্রায় ৪০ টি দোকান উচ্ছেদ করেছে সড়ক ও জনপথ অধিদপ্তর গোপালগঞ্জ। বুধবার সকাল ১১ টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত উপজেলার চৌড়ঙ্গি মোড় থেকে ৪টি পাকা দোকান ও ৩৬ টি টিনের দোকান উচ্ছেদ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, গোপালগঞ্জের এনডিসি অরুপ রায়, সড়ক ও জনপদ অধিদপ্তর গোপালগঞ্জের নির্বাহী প্রকৌশলী শরিফুল আলম, সাবডিভিশন ইঞ্জিনিয়ার সাকিরুল ইসলাম, উপ-বিভাগীয় প্রকৌশলী সাকিবুল ইসলাম, সার্ভেয়ার সিবলী সাদিক সহ প্রমূখ।
সওজ’র সাবডিভিশন ইঞ্জিনিয়ার সাকিরুল ইসলাম বলেন, কিছু ব্যাক্তিরা বেশ কিছুদিন যাবৎ সড়ক ও জনপথ অধিদপ্তরের জায়গা দখল করে ব্যবসা করছিল। তাই জায়গা ছাড়ার জন্য দুই সপ্তাহ আগে নোটিশ প্রদান করা হয়েছিল ও মাইকিং করে তাদের জায়গা খালি করতে বলা হয়েছিল। কিন্তু তারা জায়গা না ছাড়ায় এ উচ্ছেদ অভিযান চালানো হয়। এছাড়া গোপালগঞ্জ জেলার সর্বত্র সড়ক ও জনপদের জায়গা দখলমুক্ত করা হবেও বলে জানান তিনি।