টুঙ্গিপাড়ায় বাড়ছে বেওয়ারিশ কুকুরের উৎপাত

0
403

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি :
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বাড়ছে বেওয়ারিশ কুকুরের উৎপাত। উপজেলার পাটগাতী বাজারের পার্শ্ববর্তী ও পৌর এলাকা সহ পাটগাতী, ডুমুরিয়া, বর্নি, কুশলী, জোয়ারিয়া ইউনিয়নের এলাকা গুলোতে বেওয়ারিশ কুকুরের সংখ্যা দিন দিন বাড়ছে। এজন্য সবসময় এলাকার জনগনের মধ্যে একটা আতঙ্ক বিরাজ করছে।
এব্যাপারে শিব সাহা নামে এক ব্যাক্তি জানায় পাটগাতী বাজারের পার্শবর্তী এলাকায় ১৫ থেকে ২০ টি কুকুর রয়েছে যা সম্পূর্ন বেওয়ারিশ। আর তাছাড়া রাস্তা দিয়ে চলাচলের সময় একটা ভয় কাজ করে যে কখন কামড়ে দেবে।
নাম প্রকাশে অনিচ্ছুক এক পুলিশ সদস্য বলেন কুকুরের উৎপাতে মোটর সাইকেল নিয়ে কোথাও যাওয়াই মুশকিল হয়ে পড়েছে। এছাড়া পৌরসভা ও ইউনিয়নের একাধিক ব্যাক্তি জানায় দিনের বেলায় কুকুর গুলো ঘর পর্যন্ত উঠে আসে আর রাতে রাস্তা দিয়ে চলাচল ও দায় হয়ে পরেছে। এছাড়া রাতে ঘুমানোর সময় কুকুরের ঘেউ ঘেউ শব্দে জীবন অতিষ্ঠ করে তুলেছে। তাছাড়া কুকুরের ভয়ে কোমলমতী শিক্ষার্থীরা স্কুলে যেতে ও ভয় পায়।
এবিষয়ে যথাযথ ব্যাবস্থা গ্রহনের জন্য টুঙ্গিপাড়া পৌরসভা ও পাটগাতী ইউনিয়ন পরিষদ কতৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষন করেছেন এলাকাবাসী।#