টুঙ্গিপাড়ায় তথ্য-প্রযুক্তি বিষয়ক কর্মশালা

0
422

টুঙ্গিপাড়া প্রতিনিধি : গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় তথ্য-প্রযুক্তি বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ১০টায় এলাকার শিক্ষক-শিক্ষার্থী ও শিক্ষিত তরুন-তরুনীদের তথ্য প্রযুক্তি ভিত্তিক কম্পিউটার অপারেটিং প্রশিক্ষন প্রদানের লক্ষে সরকারি শেখ মুজিবুর রহমান কলেজ কম্পিউটার অপারটিং প্রশিক্ষন এর শুভ উদ্বাধন করেন অধ্যক্ষ শেখ আব্দুল মালেক। কর্মশালায় উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ, সিনিয়র শিক্ষকগন, শিক্ষার্থীরা ও লক্ষী সোসাইটির নির্বাহী পরিচালক আফজাল হোসেন, প্রজেক্ট অফিসার আল-আমিন সরদার। সংস্থাটির লক্ষ্য শিক্ষিত তরুন তরুনীদের তথ্য-প্রযুক্তি ভিত্তিক কম্পিউটার অপারেটিং প্রশিক্ষন প্রদানের মাধ্যমে দক্ষ মানবসম্পদ পরিনত করা।ইতিমধ্যে আইসিটি বিভাগের বিশেষ অনুদানে টুঙ্গিপাড়া ও কেটালিপাড়ার ২২৪ টি শিক্ষা প্রতিষ্ঠানের ৩২৭৬ জন শিক্ষক-শিক্ষার্থীকে প্রশিক্ষন প্রদান করা হয়।